আবহাওয়া ব্রেকিং নিউজ রাজ্য

দহন জ্বালা থেকে মুক্তি, বৃষ্টি নিয়ে খুশির খবর দিল হাওয়া অফিস

তীব্র গরমের হাত থেকে সাময়িক মুক্তি পেতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শনিবার বিকেলের পর থেকেই পাল্টাতে শুরু করবে আবহাওয়া৷ রবিবার বৃষ্টি নামতে পারে কলকাতায়। শনিবারের আবহাওয়া বুলেটিনে এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের সব ক’টি জেলাতেই বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে৷ বৃষ্টির জলে দহনজ্বালায় প্রলেপ পড়বে৷ শনিবার থেকেই তাপপ্রবাহের সতর্কতা থাকছে না দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদীয়ায়।

তবে এদিন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে একই ভাবে তাপপ্রবাহ চলবে। রবিবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায়, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর৷ বাকি জেলাগুলি শুষ্কই থাকবে।

তবে সোমবার থেকে রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়ে যাবে বলেই হাওয়া অফিসের ইঙ্গিত। বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে পশ্চিম বাংলায়। তার জেরেই রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে৷ সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া৷ ফলে তাপমাত্রারও অনেকটা নামবে।