একদিকে যখন কার্যত বানভাসি উপকূল তখন ফের ঘূর্ণাবর্তের চোখরাঙানি। শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। মায়ানমার উপকূলে ঘূর্ণাবর্তের জেরে এই ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস আবহাওয়া অফিসের। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আজ এই ঘূর্ণাবর্ত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। যা ক্রমেই উত্তর ওড়িশা ও বাংলা উপকূলে প্রভাব ফেলবে। একইসঙ্গে মৌসুমী অক্ষরেখা জামশেদপুর থেকে দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই দুইয়ের সাঁড়াশি আক্রমণে ভুগবে বাংলা।
এই ঘূর্ণাবর্ত বাংলা-ওড়িশা উপকূলের দিকে সরে আসছে। তার প্রভাবে শুক্রবার থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। শনিবার মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ায় ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে আ দুপুরের পর থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। মেঘলা আকাশ, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মেঘলা আকাশ ও বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।
রবিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলায়। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়ায়। বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্তের প্রভাবেই এই বৃষ্টি। তবে এই কয়েকদিনের তুলনায় আজ থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টি হবে আগামী ৪৮ ঘণ্টায়।
আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা আরও কিছুটা এগিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। উত্তর ওড়িশা ও বাংলা উপকূলে প্রভাব বেশি থাকবে। মৌসুমী অক্ষরেখা জামশেদপুরের পর দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে শনিবার রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই দিনভর বৃষ্টি হবে।
উত্তরবঙ্গের আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে মূলত পার্বত্য এলাকায়। আজ শনিবার দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং আলিপুরদুয়ারের দু-এক জায়গায়। উত্তরবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ-সহ।