মঙ্গলবার থেকেই হাওয়া বদল দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হলেও আপেক্ষিক আর্দ্রতার জেরে বেড়েছে গরম। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর।
এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে তৈরি হওয়া নিম্নচাপ বিহারের দিকে সরে গিয়েছে। কার্যত সেকারণেই দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। জানা গিয়েছে, ২৯ সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগরে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং তা শক্তি বৃদ্ধি করতে পারে উত্তর বঙ্গোপসাগরে। যার জেরে শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার দিনভর আকাশ রোদ ঝলমলে থাকবে। কলকাতা ও তার আশেপাশের এলাকায় দুপুরের পর থেকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রার পরিবর্তন হবেনা। গুমোট আবহাওয়া জেরে সকাল থেকেই বেড়েছে ভ্যাপসা গরম। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাস বলছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,মালদহ, দুই দিনাজপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপমাত্রা বৃদ্ধি পাবে। এদিকে, আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।