জেলা

ধৃত জঙ্গির বাড়িতে অস্ত্র কারখানার হদিশ

এনআইএ তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ধৃত জঙ্গি আবু সুফিয়ান গোপনে একটি অস্ত্র কারখানা তৈরি করেছিল। এই অস্ত্র কারখানা তৈরিতে তহবিল এবং অস্ত্র এসেছিল পাকিস্তানের কাছ থেকে। এই ঘটনার পেছনে একটা বড় চক্র আছে বলে জানতে পেরেছে গোয়েন্দারা।
জঙ্গি আবু সুফিয়ান পেশায় কাঠমিস্ত্রী। এটা ছিল তার ছদ্মবেশ। আসলে সে ছিল আল–কায়দার সক্রিয় সদস্য। তাই পাকিস্তানের মাটি থেকে এই দেশে নাশকতা করার জন্য পাঠানো হতো টাকা এবং অস্ত্রশস্ত্রের সরঞ্জাম। সেই সরঞ্জাম দিয়ে বাড়িতে তৈরি হতো আগ্নেয়াস্ত্র। এবার সেই অস্ত্র তৈরির কারখানার হদিশ মিলল।
এনআইএ সূত্রে খবর, রাণিনগরে এর আগে বাঙ্কার খুঁজে পাওয়া গিয়েছিল। সেখানে বসেই যোগাযোগ চলত ভার্চুয়ালি। পাকিস্তান থেকে যেমন নির্দেশ আসত তেমনই তৈরি হতো অস্ত্র। সেই অস্ত্র চলে যেত জম্মু–কাশ্মীরে হামলা চালানোর কাজে। দিল্লি, উত্তরপ্রদেশ–সহ আরও বেশ কয়েকটি রাজ্যে এই অস্ত্র পাচার হয়েছিল বলে খবর।
এবার বাড়ির ভেতর অস্ত্র তৈরির সন্ধান পেল এনআইএ। লেদ মেশিন বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। নানান আগ্নেয়াস্ত্র ছাড়াও সেখানে রকেট লঞ্চার বোমা তৈরি হতো। তাও হাতে এসেছে গোয়েন্দাদের। গ্রেপ্তারের দিনই এই লেদ মেশিন উদ্ধার করা হয়। ইতিমধ্যে মালদার একাধিক জায়গায় আজ হানা দিতে পারে এনআইএ বলে সূত্রের খবর। এই কারখানায় আধুনিক মানের আগ্নেয়াস্ত্র তৈরি হতো বলে জানা গিয়েছে। বাংলার বুকে বাড়ির ভেতরে সুরঙ্গ খুঁড়ে অস্ত্র কারখানা ভাবিয়ে তুলেছে গোয়েন্দাদের।