Prime Minister Modi said,'we will win the war against corona' and he gave thanks to the doctors and nurses who are doing a great job for the people.
দেশ লিড নিউজ

‘‌করোনার বিরুদ্ধে আমরা জিতবই’‌

করোনাভাইরাস এবং লকডাউন চলাকালীন প্রথম মন কি বাত অনুষ্ঠানে যুদ্ধ জয়ের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী আবেগঘন দূরত্ব কমিয়ে সোশ্যাল ডিসটেন্স বাড়ানোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী। করোনার চিকিৎসায় যাঁরা সেবা করে চলেছেন তাঁদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‌আচার্য চরক বলেছিলেন, পার্থিব বস্তু লাভের মোহ ছেড়ে যারা রোগীর সেবা করেন, তাঁরাই প্রকৃত চিকিৎসক। করোনা মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে অবিরাম সেবায় নার্স এবং স্বাস্থ্যকর্মীরা নিয়োজিত রয়েছেন তাঁদেরকে কুর্নিশ জানাই।’‌
তিনি জানান, ‌সোশ্যাল ডিসট্যান্সিং মানে সামাজিক সংযোগ বিচ্ছিন্ন করা নয়। করোনা প্রাদুর্ভাব রুখতে সোশ্যাল ডিসট্যান্স রক্ষা করতে হবে। ঘরে এবং বাইরে করোনার বিরুদ্ধে লড়ছেন তাঁরা। যুদ্ধক্ষেত্রে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন। চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থকর্মীদের জানাই ধন্যবাদ। আমাদের করোনার বিরুদ্ধে যুদ্ধ জিততে হবে এবং আমরা এটা জিতবই।
কোভিড–১৯–এর বিরুদ্ধে লড়াই সত্যিই কঠিন। তার জন্য প্রয়োজন কড়া পদক্ষেপের। দেশবাসীকে সুরক্ষিত করাই একমাত্র লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। স্যানিটেশনের সঙ্গে যুক্ত কর্মীরাই নায়ক। নিত্যপ্রয়োজনীয় কাজের সঙ্গে যুক্ত মানুষ আমাদের রোজকার জীবনকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করছেন। চিকিৎসক, নার্স এবং চিকিৎসা পরিষেবা কর্মীরা সেবাকে ধর্ম হিসাবে ধরে নিয়ে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান মোদী।