State Food Minister Jyotipriya Mallick has made it clear that West Bengal is not in a ration card scheme. Food partner projects are already underway in the state. The state's food minister has launched a ration card project in one country at the center.
রাজ্য

‘‌আমরা এই প্রকল্পে নেই’‌

এক দেশ, এক রেশন কার্ড প্রকল্পে পশ্চিমবঙ্গ নেই বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, ‘‌আমাদের সরকারের আগেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আমরা এই প্রকল্পে নেই। ৬–৭ মাস আগেই এই সিদ্ধান্ত হয়েছে। আমাদের রাজ্যে আগে থেকেই খাদ্যসাথী প্রকল্প চালু রয়েছে। তাই এখানে আলাদা করে কিছু করার নেই। বর্তমানে খাদ্যসাথীতে ৯ কোটি মানুষ উপভোক্তা। তাই সীতারমণের কথা কতটা প্রযোজ্য হবে, তা জানি না।’‌
কেন্দ্রের এক দেশ, এক রেশন কার্ড প্রকল্পকে তুলোধনা করেন রাজ্যের খাদ্যমন্ত্রী। জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘কেন্দ্র পর্যাপ্ত পরিমাণ মুসুর ডাল পাঠাচ্ছে না। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গে ৩ মাস মুসুর ডাল দেওয়া হবে। এখন প্রতি মাসে রাজ্যে মুসুর ডাল লাগে ১৪, ৪৩০ মেট্রিক টন। অর্থাৎ ৩ মাসে মোট ডাল লাগবে ৪৩,২৯০ মেট্রিক টন। কিন্তু ন্যাফেড এখনও পর্যন্ত পেয়েছে মাত্র ১৩,২৭০ মেট্রিক টন। যতক্ষণ না পুরো পরিমাণ ডাল পাচ্ছি, ততক্ষণ ডাল সরবরাহ করতে পারব না।’‌
‘এক দেশ, এক রেশন কার্ড’ আগস্ট থেকে চালু হবে এই প্রকল্প। এতে ২৩টি রাজ্যের রেশন উপভোক্তাদের ৮৩ শতাংশ উপকৃত হবেন বলে দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা সীতারমণ ঘোষণা করেন, সমস্ত পরিযায়ী শ্রমিকদের আগামী দু’মাস বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করা হবে। রেশন কার্ড নেই এমন পরিযায়ী শ্রমিকদের জন্যও মাসে মাথা পিছু ৫ কেজি গম বা চাল এবং পরিবার পিছু ১ কেজি ডাল দেওয়া হবে। তাঁরাও ২ মাস এই পরিষেবা পাবেন।