প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। পরীক্ষার ৪৮ দিনের মাথায় বের হল রেজাল্ট। শুক্রবার বিকেল ৪টে থেকে বোর্ডের অফিসিয়াল সাইটে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। এবার মোট পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষ ১ হাজার ৪১৩ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে পাশ করেছেন ৫৮,৬২৩ জন ছাত্র এবং ২১, ৫৯৮ জন ছাত্রী।
এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানান, সমস্ত উত্তরপত্র খতিয়ে দেখতে একটু বেশি সময় লেগেছে তাঁদের। যে কারণে নির্ধারিত সময়ের তুলনায় ফলপ্রকাশে একটু বেশি সময় লেগেছে।
এবারের রাজ্য জয়েন্টে প্রথম হয়েছেন বারাকপুরের হীমাংশু শেখর। দ্বিতীয় হয়েছেন শিলিগুড়ির হিমাংশু শেখর। তৃতীয় প্রদান পান সপ্তর্ষি মুখোপাধ্যায়। চতুর্থ জাহ্নবী শ এবং পঞ্চম হয়েছেন কোচবিহারের কৌস্তভ চৌধুরী। ষষ্ঠ স্থানে সৌম্যপ্রভ দে । সপ্তম স্থান দখল করেছেন ঝাড়খণ্ডের বাসিন্দা দেবরাজ কর্মকার। অষ্টম হয়েছেন কলকাতার অগ্নিধ্র্য দে। নবম স্থানে রয়েছেন অনয় অধিকারী এবং দশম স্থানে রয়েছেন শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়।
এই পরীক্ষায় দাপট দেখিয়েছে CBSE বোর্ডের ছাত্রছাত্রীরা। তালিকার প্রথম দশের ছ’জনই CBSE বোর্ডের পড়ুয়া। দু’জন রয়েছেন ISC বোর্ডের। CBSE বোর্ডের পড়ুয়াদের পাশের হার ২৭.৭৪ শতাংশ। ISC বোর্ডের পরীক্ষার্থীদের পাশের হার ২.৬৮ শতাংশ। অন্যান্য পাশের হার ১৭.৩৭ শতাংশ। জানানো হয়েছে, আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে অনলাইন কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন ছাত্র ছাত্রীরা।