বৃহস্পতিবার নয়া টাউন হলে ডব্লিউ.বি.সি.এস অফিসারদের বার্ষিক বৈঠকে বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এবার থেকে একই হারে ভাতা পাবেন রাজ্যের আই.এ.এস, ডব্লিউ.বি.সি.এস অফিসাররা। একইসঙ্গে প্রতিবছর স্বাস্থ্য পরীক্ষার সুযোগও পাবেন তারা। পাশাপাশি রাজ্যে ডব্লিউ.বি.সি.এস অফিসারদের পদ বাড়াতে জেলার সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেই জানিয়েছেন তিনি। বর্তমানে রাজ্যে ২৩টি জেলা রয়েছে। তবে ভবিষ্যতে সেই জেলার সংখ্যা বাড়িয়ে ৪৬ করা হতে পারে বলেও জানান মুখ্যমন্ত্রী।
তিনি বলেন জেলা ভাগ করলেই হয় না, বাড়তি অফিসারও লাগে। জেলা ভাগ হলেই ডব্লিউ.বি.সি.এস অফিসারদের পোস্ট বাড়বে। এই বিষয়ে যুক্তি দিতে তিনি পড়শি রাজ্য বিহারের উদাহরণ দেন তিনি।
এদিন কেন্দ্রকে তোপ দেগে মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, কেন্দ্র প্রয়োজন মতো আই.এ.এস দিচ্ছে না। এদিন তিনি ঘোষণা করে বলেন, ‘আমলারাই রাজ্য সরকারের মুখ। করোনা মহামারির সময় খুব ভালো কাজ করেছেন তারা।’ পাশাপাশি তিনি এও বলেন, ডব্লিউ.বি.সি.এস অফিসাররা ভালো কাজ করে অনেক সময় বেতনের ঊর্ধ্বসীমা ছুঁয়ে ফেলেন।সেরকম অফিসারদের মাসে ১০০০০ টাকা করে বিশেষ ভাতা দেওয়া হবে। আগে ডেপুটি সেক্রেটারি হতে ১৬ বছর সময় লাগত, এখন তা হতে লাগে মাত্র ৮ বছর।