রামপুরহাট: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন। তাঁর জয় প্রার্থনা করে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে পুজোপাঠ ও প্রার্থনা। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় প্রার্থনা করে তারাপীঠ মন্দিরে পুজো রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। শনিবার ঝটিকা সফরে তিনি বীরভূমের তারাপীঠ মন্দিরে আসেন। সেখানে তিনি তারা মায়ের পূজো দিয়ে দেশ ও দশের মঙ্গল কামনা করলেন। পাশাপাশি পুজো দিয়ে জানান, এবার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষাধিক ভোটে জয়লাভ করবেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুব্রত মুখোপাধ্যায় বলেন, এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষাধিক ভোটে জয়লাভ করবেন। পৃথিবীর কেউ তাঁকে আটকাতে পারবেন না। বর্তমান পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমান্তরাল কোনও রাজনীতিবিদ নেই।
অন্যদিকে তিনি মা তারার কাছে দেশ তথা বিশ্বের বাসিন্দাদের মঙ্গল কামনা করেছেন বলেও জানিয়েছেন। এদিন তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন বীরভূম জেলা পরিষদের মেন্টর তথা লাভপুরের বিধায়ক অভি সিংহ, রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।