ব্রেকিং নিউজ রাজ্য

WB Madhyamik Result 2023: আগামী সপ্তাহেই মাধ্যমিকের ফলপ্রকাশ, দিনক্ষণ ঘোষণা শিক্ষামন্ত্রীর

পরীক্ষার আড়াই মাসের মাথায় ফলপ্রকাশ হচ্ছে মাধ্যমিকের। এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ৪ মার্চ। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষনা করেন আগামী ১০ দিনের মধ্যেই মাধ্যমিকের ফলপ্রকাশ করে দেওয়া হবে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান ফলপ্রকাশের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ট্যুইট করে জানান ১৯ মে মাধ্যমিকের ফলয়প্রকাশিত হতে চলেছে। শুক্রবার সকাল ১০টায় মাধ্যমিকের ফলপ্রকাশ হবে, বেলা ১২টা থেকে পর্ষদের ওয়েবসাইটে জানা যাবে ফলাফল। পরীক্ষার্থীর রোল নম্বর ও জন্মতারিখ দিলেই জানা যাবে ফল। প্রকাশ করা হবে প্রথম দশের মেধাতালিকা।

উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষার পর উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় খাতা দেখা, নম্বর দেওয়া থেকে শুরু করে যাচাই পদ্ধতি অর্থাৎ ফলপ্রকাশের আগে পর্যন্ত মোট ৫টি ধাপ পেরোতে হয় পর্ষদকে। তার মধ্যে ২টি ধাপ হল উত্তরপত্র নম্বর সংক্রান্ত বিষয়ে মুখ্য পরীক্ষকদের কাছ থেকে নম্বর সংক্রান্ত ব্যাখ্যা তলব এবং তা যাচাই পদ্ধতি। এই ২টি ধাপ প্রতি বারের মতো হাতেকলমে না করে অনলাইনে করার ইচ্ছেপ্রকাশ করেছিল পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ প্রক্রিয়া দ্রুততর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল।