ব্রেকিং নিউজ রাজ্য

WB Govt. : আদিবাসীদের ‘দুয়ারে সরকার’

আদিবাসী জনজাতির মানুষদের জন্য বানারহাট ব্লকের সাকোয়াঝোড়া-১ নং গ্রাম পঞ্চায়েতের গয়েরকাটার চা বাগান অধ্যুষিত অম্বাডিপা এলাকায় অনুষ্ঠিত হল দুয়ারে সরকারের বিশেষ ক্যাম্প। মূলত চা বাগানের বিভিন্ন এলাকায় এই ধরনের ক্যাম্প করানোর পরিকল্পনা গ্রাম পঞ্চায়েতের সূত্রে জানানো হয়েছে।

উল্লেখ্য, এতদিন ‘দুয়ারে সরকার’ ক্যাম্প গুলোতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা গুলোর উপভোক্তা হতে ভিড় জমাতে দেখা গিয়েছিল। তবে চা বাগান অধ্যুষিত এলাকাগুলোতে অধিকাংশ আদিবাসী সম্প্রদায় মানুষ চা বাগানে শ্রমিকের কাজের সঙ্গে যুক্ত থাকার কারণে সেই সমস্ত শিবিরে গিয়ে একদিনের হাজিরা বন্ধ করে লাইনে দাঁড়িয়ে তাঁদের পক্ষে প্রকল্পের সুবিধা নেওয়া অনেক ক্ষেত্রেই সম্ভব হচ্ছিল না। এতেই সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছিল বলেই সূত্র মারফত জানা গিয়েছে।

এবারে চা বাগান অধ্যুষিত এলাকায় শুধুমাত্র আদিবাসীদের জন্য দুয়ারে সরকারের এই বিশেষ শিবির করায় রীতিমত খুশি হয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

এদিন আম্বাডিপা এলাকায় বেলা ১১ থেকেই আদিবাসী সম্প্রদায়ের মানুষ রাজ্য সরকারের জয় জোহর, লক্ষীর ভান্ডার, সাস্থ্য-সাথী সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে সকাল থেকেই এসে ভিড় জমায়।

এদিন দুয়ারে সরকারের এই ক্যাম্পে আসা নীতি ওঁরাও, কান্দে ওঁরাও জানান, খুবই ভালো লাগছে মুখ্যমন্ত্রী এভাবে আমাদের জন্যে বিশেষ ক্যাম্প করায় আমাদের খুবই সুবিধা হচ্ছে। আগে বাজারে প্রচুর ভিড় হতো অনেকেই যেতে পারত না। আজকে সেরকম ভিড় ও নেই তাই খুব সহজেই সকলে নিজের সুবিধা মত সময়ে এসে সরকারি প্রকল্পের জন্যে আবেদন করতে পারছে। তাই আমরা মাননীয়া মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

পঞ্চায়েত প্রধান বিনোদ ওঁরাও জানান, এর আগে যে দুয়ারে সরকার অনুষ্ঠিত হয়েছে সেখানে ভিড় থাকায় আদিবাসী সম্প্রদায়ের সকলে আসতে পারেনি। আজকের এই ক্যাম্প শুধুমাত্র আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জন্যই আয়োজিত হয়েছে। যেখানে লক্ষ্মীর ভান্ডার, জয় জোহার থেকে শুরু করে সরকারি বিভিন্ন প্রকল্পের আবেদন করতে পারবে তারা। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী যেভাবে আদিবাসীদের জন্য দুয়ারে সরকারের এই বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করেছেন যে দৃষ্টিতে আদিবাসী সম্প্রদায়ের মানুষের দেখছেন এতে খুশি সকলেই। আগামীতেও চা বাগানের বিভিন্ন বুথে এই ক্যাম্প করা হবে।