রাজ্য লিড নিউজ

WB Cabinet Reshuffle: রাজ্য মন্ত্রীসভায় রদবদল

ঘোষণা হয়েছিল আগেই। সেই মতো বুধবার রাজ্য মন্ত্রীসভার রদবদল ঘটল। মমতার মন্ত্রীসভায় এলেন ৮ নতুন মুখ। মন্ত্রীসভা থেকে বাদ পড়লেন- হুমায়ুন কবীর, সৌমেন মহাপাত্র, রত্না দে নাগ এবং পরেশ অধিকারী।

এক নজরে দেখে নিন কারা হলেন মন্ত্রীসভার সদস্য:

স্নেহাশিস চক্রবর্তী হলেন পরিবহনমন্ত্রী, পরিষদীয় মন্ত্রী হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, শিল্পমন্ত্রী হলেন শশী পাঁজা, তথ্য প্রযুক্তি ও পর্যটন মন্ত্রী হলেন বাবুল সুপ্রিয়, সেচ ও জলপথ মন্ত্রী হলেন পার্থ ভৌমিক, শিক্ষা প্রতিমন্ত্রী হলেন সত্যজিৎ বর্মন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী হলেন প্রদীপ মজুমদার, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মৎস্য প্রতিমন্ত্রী হলেন বিপ্লব রায়চৌধুরী, ক্ষুদ্র-মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী হলেন তাজমুল হোসেন, বন দফতরের সঙ্গে স্বনির্ভর-স্বনিযুক্তি গোষ্ঠীর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীত্ব সামলাবেন বীরবাহা হাঁসদা এবং উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী হলেন উদয়ন গুহ।