বর্ষায় কাপড় সংরক্ষণ করার উপায়-
১। কাপড় রাখার তাকের চারপাশে পুরানো খবরের কাগজ ভাঁজ করে রাখুন। কাগজ আর্দ্রতা নিয়ন্ত্রণ করে।
২। ওয়ারড্রবের কোণায় এক পোটলা নুন রেখে দিন। এটা আর্দ্রতা শোষণ করে। চাইলে কাপড়ের মাঝখানে চক রেখে দিতে পারেন, এটাও কাপড় শুষ্ক রাখতে সহায়ক।
৩। একটা মসলিনের ব্যাগে কয়েকটা কর্পুর রেখে তা কাপড়ের মাঝে রেখে দিন। এটা আর্দ্রতা শোষণ করে। তবে কর্পুর ব্যবহারে কাপড়ের রাখার জায়গায় কর্পুরের গন্ধ রয়ে যায়।
৪। কয়েকটা শুকনো নিমপাতা ওয়ারড্রবের কোণায় রেখে দিন। এটা কীট, মাকড় ইত্যাদি থেকে কাপড় সুরক্ষিত রাখার অনেক প্রাচীন পদ্ধতি।
৫। কাপড়ের মাঝখানে ন্যাপথলিনের বল রেখে দিতে পারেন। এতে ওয়ারড্রবে পোকামাকড়ের আক্রমণ হয় না।