সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, অযোধ্যায় শুরু হয়েছে রামমন্দির নির্মাণের কাজ। আর তার জন্য বিশ্বের ৭ মহাদেশের ১১৫ দেশ থেকে এলো পবিত্র জল। য এককথায় কল্পনাই করা যায় না। আর তারপর সেই জল গ্রহণ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মনে করিয়ে দিলেন বসুধৈব কুটুম্বকম–এর কথা।
বিশ্বের ১১৫ দেশের নদী, ঝর্না, সমুদ্র থেকে ওই জল আনা হয়েছে। অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। শনিবার আকবর রোডের বাড়িতে ওই জল গ্রহণ করেন রাজনাথ। সঙ্গে ছিলেন, রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের জেনারেল সেক্রেটারি চম্পত রাই ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।
পবিত্র জল সম্পর্কে রাজনাথ সিং বলেন, ‘বিশ্বের এতগুলো দেশ থেকে জল আনার পেছনে রয়েছে বসুধৈব কুটুম্বকম–এর ধারণা। আশাকরি বিশ্বের আরও ৭৭ দেশ থেকেও পবিত্র জল এসে যাবে। ওইসব জলও রাম মন্দির নির্মাণে ব্যবহার করা হবে। ওইসব জল দিয়ে রাম লালা-র জালভিষেক করা হবে।’
এখানেই শেষ নয়, তিনি আরও জানান, ভারতের সংস্কৃতি অত্যন্ত ঋদ্ধ। আমরা কোনও জাত, ধর্ম দেখি না। অযোধ্যায় একটি জায়গা রয়েছে যার নাম সপ্তসাগর। মনে করা হয় ত্রেতা যুগে রামের রাজ্যাভিষেকের সময় সাত সাগরের জল আনা হয়েছিল। এখন সেই জায়গাতেই তৈরি হচ্ছে রামমন্দির। তাই ফের বিশ্বের সব সমুদ্রের জল আনা হচ্ছে।