আবহাওয়া ব্রেকিং নিউজ রাজ্য

বঙ্গে ফের তাপপ্রবাহের সতর্কতা: বৃষ্টির স্বস্তি কবে? জানাল হাওয়া অফিস

বুধবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস। আবহাওয়া দফতরের তরফে প্রয়োজন ছাড়া রোদে বের হতে বারণ করা হয়েছে। ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর।

মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ রোদ ঝলমলে। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে। গত কয়েকদিন বৃষ্টির কারণে গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল বঙ্গবাসী। কলকাতাতেও গরম কমেছিল অনেকটাই। তবে এই স্বস্তির মাঝেই ফের অস্বস্তির খবর। নতুন করে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। এদিকে, উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে।

পূর্বাভাস বলছে, আপাতত তাপমাত্রা নামার আর সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। সকাল থেকে গরমের দাপট বেড়েই চলেছে। বেলা বাড়লেই রোদের তেজ বাড়ছে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। মে মাসেও ধীরে ধীরে গরম বাড়বে দেশজুড়ে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩..৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে।

বুধবার থেকে টানা পাঁচদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস। আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাকুঁড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়ার জন্য ভোগান্তি বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আপাতত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।