২৬ জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য আমেরিকার উদ্দেশে পাড়ি দিতে চান। ইডি সূত্রেই জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টে একটি হলফনামা জমা দিয়ে এই আর্জি জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ইডি সূত্রে খবর, হলফনামায় অভিষেক লিখেছেন, তিনি ইতিমধ্যেই ইডিকে তাঁর বিদেশ সফরের বিশদ জানিয়ে একটি চিঠি দিয়েছিলেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এ কথাও জানিয়েছেন যে, গত ১৫ জুলাই এই সফরের কথা ইডিকে জানালেও, তাদের দিক থেকে কোনও জবাব আসেনি। সোমবার হাইকোর্টে ওই হলফনামায় অভিষেক জানিয়েছেন, আগামী ৮ অগস্ট বিকেল সাড়ে ৪টেয় চোখের চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তাঁর। সেই চিকিৎসার জন্য প্রায় ২৪ দিন আমেরিকায় থাকতে চান তিনি।
অভিষেকের এই বিদেশযাত্রার সময় নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন তুলেছেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার অভিষেকের বিদেশ যাত্রার কথা জানিয়েছিলেন তিনিও। বিজেপি বিধায়ক বলেছিলেন, “উনি তো এখানে আগুন লাগিয়ে দিয়ে বিদেশে যাওয়ার জন্য আবেদন করেছেন ইডির কাছে। ২৬ তারিখ বিদেশ যেতে চেয়েছেন। আর তৃণমূলের নীচের তলার কর্মীদের সিভিল ওয়ারের জন্য ঠেলে দিয়েছেন।”