নিজেকে সুন্দর রাখতে ত্বক পরিচর্যার দিকে মন দিন। বিশেষজ্ঞদের মতে, বাজারে প্রসাধনী কম ব্যবহার করায় ভালো। তবে ঠিকঠাক ত্বক পরিচর্যার জন্য নিজের ত্বকের প্রকৃতি সম্পর্কেও ওয়াকিবহাল থাকা দরকার। ত্বক সুস্থ রাখতে কেমিক্যাল সমৃদ্ধ প্রসাধনী যত কম ব্যবহার করবেন ততই ভালো। এক্ষেত্রে প্রাকৃতিক উজ্জ্বল ত্বকের জন্য ভরসা রাখতে পারেন হাতের কাছে থাকা কিছু উপাদানে।
মধু:
ত্বকে ময়েশ্চারাইজার হিসেবে মধু খুব ভালো কাজ করে। সামান্য মধু ও কয়েক ফোঁটা লেবুর রস একসঙ্গে মিশিয়ে ত্বকে মাখতে পারেন। মধুকে ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে চাইলে পাকা পেঁপে, কলা অথবা কমলার রসের সঙ্গে মিশিয়েও মাখতে পারেন।
টক দই:
দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের দাগ দূর করতে ব্যাপক সাহায্য করে। এছাড়া উজ্জ্বল ত্বকের জন্যও কার্যকর টক দই।
কাঁচা দুধ:
প্রাকৃতিকভাবে ত্বক পরিষ্কার করতে দুধ ব্যবহার করুন। ১ টেবিল চামচ কাঁচা দুধের মধ্যে তুলো ভিজিয়ে ত্বকে লাগিয়ে নিন। ত্বক শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন।
হলুদ:
হলুদ অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ হলুদ হওয়ায় ত্বকে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। বেসন, মুলতানি মাটি, দুধ অথবা টক দইয়ের সঙ্গে মিশিয়ে ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন হলুদ।
অ্যালোভেরা:
রোদে পুড়ে যাওয়া ত্বকের যত্নে অ্যালোভেরা খুবই উপকারী। অ্যালোভেরা জেল ত্বকে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এতে ত্বক হবে উজ্জ্বল।