গত বেশ কয়েক মাস ধরেই চিনের বিরুদ্ধে ক্রমাগত সুর চড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকী লাদাখ সীমান্তে টানাপোড়েনের সময়েও ভারতের পাশেই পুরোপুরি থাকার বার্তা দিয়েছিলেন তিনি। কিন্তু এবার কিছুটা হলেও যেন সুর নরম করলেন তিনি। ভারত–চিনের মানুষদের ভালবাসি। তাঁদের শান্তির জন্য সম্ভাব্য সবকিছু করতে রাজি। এবার এই সুর শোনা গেল মার্কিন প্রেসিডেন্টের গলায়।
এখানেই তিনি থেমে থাকেননি। বরং এই মানুষগুলির জন্যই তিনি দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের সবরকম চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেইলেঘ ম্যাকেন্যানি সাংবাদিক সম্মেলনে জানান, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি ভারত ও চিনের মানুষদের ভালবাসি। তাঁদের শান্তিতে রাখতে সম্ভাব্য সবকিছু করতে আমি প্রস্তুত।
মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও বলেন, ‘ভারত আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু। ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আমরা অনেক বিষয়েই কথা বলি। সাম্প্রতিক চিন পরিস্থিতি নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’ হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব ভালো বন্ধু। চিনের সঙ্গে ওদের যে দ্বন্দ্ব চলছে, তাই নিয়েও দিল্লির সঙ্গে কথা হয়েছে।
