বলিউডে নিজের নিজের জায়গা পাকা করে ইতিমধ্যেই হলিউডে পা দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। গুঞ্জন শোনা গিয়েছিল স্বামী নিক জোনাসের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন প্রিয়াঙ্কা। কিন্তু যাবতীয় গুঞ্জন উড়িয়ে দিয়ে সুখে সংসার করছেন তারা।এখন অনুরাগিদের মনে একটাই প্রশ্ন মা হওয়ার স্বপ্ন দেখেন প্রিয়াঙ্কা? সম্প্রতি এক হলিউড সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে এমনি এক প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী।
প্রিয়াঙ্কা জানান, তাঁর ও নিকের ভবিষ্যতের একটা বড় অংশ সন্তান ধারন। তিনি মা হতে চান। তাদের দুজনেরই খুব ব্যস্ত জীবনকে আরেকটু ধীর করার কথাও তাঁরা ভাবছেন বলে জানান প্রিয়াঙ্কা। এর আগে জোনাস পরিবারের শো ‘জোনাস ব্রাদারস ফ্যমিলি রোস্ট’এ সময় অতিথি হয়ে এসে সর্বসমক্ষে মা হওয়ার ইঙ্গিত নিয়ে মজা করেছিলেন প্রিয়াঙ্কা। শো তে এসে অভিনেত্রী দর্শকদের বলেন, “আপনারা যদি না জানেন, তাহলে বলে দিই জোনাস পরিবারে আমরাই একমাত্র জুটি যাদের এখনো সন্তান হয়নি। সেই জন্য আমি এই ঘোষনাটা করতে পেরে খুব উত্তেজিত যে আমি আর নিক আশা করছি…” এতটা বলে একটু বিরতি নেন তিনি।
এদিকে নিকের অবস্থা তখন দেখার মত। তাঁকে কিছুই বলার আগেই সবার সামনে এ কী ঘোষনা করছেন প্রিয়াঙ্কা! তখনি প্রিয়াঙ্কা তার কথার পরের অংশটুকু বলে বসেন, ‘… যে আজ রাতে মদ্যপ হয়ে আগামীকাল সারাদিন ঘুমাবো’। প্রিয়াঙ্কার কথা শুনে হাসিতে ফেটে পড়েন সকলে। স্বামীকে উদ্দেশ্য করে অভিনেত্রী মজা করে বলেন, “তোমার মুখটা খুব মজার দেখতে লাগছিল”। নিক স্বীকার করে নিয়ে উত্তর দেন, তিনি সত্যিই অবাক হয়ে গিয়েছিলেন।