রাজ্য লিড নিউজ

RG Kar মামলা থেকে সরে দাঁড়ালেন নির্যাতিতার আইনজীবী বৃন্দা গ্রোভার

সুপ্রিম কোর্টে আরজি কর মামলায় নির্যাতিতার পরিবারের তরফে লড়ছিলেন আইনজীবী বৃন্দা গ্রোভার। তবে এবার সেই মামলা থেকে সরে দাঁড়ালেন তিনি। কিন্তু কেন?

নির্যাতিতার বাবার দাবি, এ বিষয়ে এখনও তাঁর কিছু জানা নেই। এদিকে সূত্রের দাবি, নির্যাতিতার পরিবারের সঙ্গে মত বিরোধের জন্যই মামলা থেকে সরে দাঁড়ালেন আইনজীবী। বুধবার আইনজীবী বৃন্দা গ্রোভারের অফিসের তরফে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, আর জি কর মামলায় আর লড়বেন না তিনি।

ওই বিবৃতিতে আইনজীবী হিসাবে সংশ্লিষ্ট মামলায় বৃন্দা সমস্ত দায়িত্ব পালন করেছেন বলেই দাবি করা হয়েছে। সেখানে উল্লেখ করা রয়েছে, এখনও পর্যন্ত আরজি কর নিয়ে ৪৩ জনের বয়ান নেওয়া হয়েছে। অভিযুক্তের জামিনের জোরাল বিরোধিতা করা হয়েছে আদালতে। এখনও তারা জামিন পায়নি কেউ। তিনি তাঁর পেশাগত দায়িত্ব পালন করেছেন।

তবে সূত্রের খবর, আইনজীবীর সঙ্গে নির্যাতিতার পরিবারের বহু ক্ষেত্রে মতবিরোধ হয়েছে। তেমনই আবার কিছু কিছু ক্ষেত্রে হস্তক্ষেপজনিত কিছু সমস্যাও রয়েছে। সে কারণেই সম্ভবত বৃন্দা গ্রোভার এই মামলা থেকে সরে গেলেন।