বিজ্ঞান-প্রযুক্তি ব্রেকিং নিউজ

ভারতে নিষিদ্ধ হওয়ার পথে VPN, আর দেখা যাবে না পর্ন সাইট!

লুকিয়ে পর্ন দেখা সহ নিষিদ্ধ সাইট দেখার দিন শেষ হতে চলেছে। ভারতে এবার বন্ধ হতে পারে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN)। এই ধরনের প্রযুক্তির ব্যবহারে সমস্ত নিষিদ্ধ সাইটে যাতায়াত করলেও আপনার নাম-ধাম-আইপি গোপন থাকবে। নেটনাগরিকরা মজা করে এর একটি গোপন নামও রেখেছেন, ‘গুমনামী বাবা’। ফলে দিনে দিনে এই ভিপিএন প্রযুক্তি জনপ্রিয় হচ্ছে ভারতে। বিশেষ করে চিনের সঙ্গে সীমান্ত বিবাদের পর ভারতে পাবজি-র মতো জনপ্রিয় গেম নিষিদ্ধ হওয়ার পর। এই ভিপিএন নেটওয়ার্ক ব্যবহার করেই পাবজি প্রেমীরা আবাধে এই গেম খেলছে বলে অভিযোগ। এবার কেন্দ্রীয় সরকারের কাছে এই ভিপিএন নিষিদ্ধ করার আর্জি জানাল স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটি।

ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক হল এমন একটি ইন্টারনেট পরিষেবা যেখানে ইন্টারনেট ব্যবহারকারীরা কোন সাইটে ঢুকছেন, কী কী সার্চ করছেন, তাঁদের সমস্ত কার্যকলাপ গোপন থাকে। এই সুযোগে নিষিদ্ধ পর্ণ সাইটগুলিতেও অবাধ যাতায়াত করছেন নেট নাগরিকরা। ফলে কে বা কারা ওই নিষিদ্ধ সাইটগুলি খুলছেন তা জানা সম্ভব হচ্ছে না। অ্যাটলাস ভিপিএন নামে এক সংস্থা গোটা বিশ্বে ভিপিএন ব্যবহারকারীদের তালিকা তৈরি করে। তাদের তালিকায় ভারত শীর্ষে। ফলে সহজেই বোঝা যাচ্ছে ভিপিএন ভারতে কতটা জনপ্রিয়।

এই গোপন নেটওয়ার্কের সুযোগ নিয়ে শিশু পর্নোগ্রাফি থেকে শুরু করে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ওয়েবসাইটেও বিনা বাধায় যাতায়াত করা যায়। আবার বিভিন্ন বহুজাতিক সংস্থা ভিপিএন পরিষেবা ব্যবহার করে তাঁদের নিজস্ব সার্ভারের সঙ্গে কর্মীদের যোগাযোগ স্থাপন করে। তাই আগামীদিনে জাতীয় সুরক্ষায় এই ধরণের প্রযুক্তি বিপজ্জনক বলেই দাবি করেছেন স্থায়ী সংসদীয় কমিটির সদস্যরা। আগামীদিনে জঙ্গি সংগঠনগুলি বড় কোনও নাশকতার ছক বা হামলার পরিকল্পনা করলেও তা জানা যাবে না ভিপিএন প্রযুক্তি ব্যবহার করলে। তাই অবিলম্বে ভারতে ভিপিএন নিষিদ্ধ করার আর্জি জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের স্থায়ী সংসদীয় কমিটি।