ব্রেকিং নিউজ রাজ্য

‘শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে’ : মুখ্যমন্ত্রী

আজ সকাল থেকে কলকাতার বিভিন্ন এলাকায় উত্তেজনার ছবি সামনে আসে। বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই সকাল ৭টা থেকে কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডে চলছে ভোটগ্রহণ। কলকাতা জুড়ে আটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। করোনাবিধি মেনেই চলছে ভোটগ্রহণ। ভোটের নিরাপত্তা নিয়ে প্রতি ঘণ্টায় রিপোর্ট দেওয়ার জন্য DGP ও CP-কে নির্দেশ দিয়েছে কমিশন।

কলকাতা পুলিশ সূত্রে খবর, এর মধ্যে কোথাও এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ, তো কোথাও প্রার্থীকেই হেনস্থার অভিযোগে সরগরম মহানগর। ভোটে অশান্তি পাকানোর অভিযোগে এখনও পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচনে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই সকাল থেকে নির্বিঘ্নে গণতান্ত্রিক মত প্রকাশ করে যাচ্ছেন সাধারণ মানুষ।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট ৪ হাজার ৯৫৯টি বুথের মধ্যে ১ হাজার ১৩৯টি বুথ উত্তেজনাপ্রবণ। স্পর্শকাতর বুথের সংখ্যা ৭৮৬। এর মধ্যে চিনাপাড়া, পার্কস্ট্রিট, ধাপা ও লাগোয়া এলাকা নিয়ে গঠিত ৭ নম্বর বরোয়, সবচেয়ে বেশি, ২৫০টি উত্তেজনাপ্রবণ বুথ রয়েছে। অন্যদিকে সবচেয়ে কম উত্তেজনাপ্রবণ বুথ রয়েছে বেহালা, তারাতলা-সহ আশেপাশের এলাকা নিয়ে গঠিত ১৩ নম্বর বরোয়। সেখানে উত্তেজনাপ্রবণ বুথের সংখ্যা ২২। ভোটের নিরাপত্তা দিতে কলকাতা রাস্তায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যায় পুলিশকর্মী।

দলীয় প্রার্থীকে নিয়েই মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুথে ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। বিরোধীরা যে অভিযোগ করছেন, তা ভিত্তিহীন। তাই এই সব কথাকে উপেক্ষা করুন।”