ব্রেকিং নিউজ রাজ্য

১২ ফেব্রুয়ারি রাজ্যের ৪ পুরনিগমে ভোট করার ঘোষণা কমিশনের

অবশেষে পিছিয়ে গেল চার রাজ্যের পুরনিগমের ভোট। ২২ জানুয়ারি নয়, ১২ ই ফেব্রুয়ারি বঙ্গে ভোট করার ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। কোভিড পরিস্থিতিতে ৪ পুরনিগমের ভোট পিছতে চেয়ে রাজ্যের অনুরোধের পর বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্ত জানাল কমিশন।

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী আগামী ২২ শে জানুয়ারি বিধান নগর, শিলিগুড়ি, আসানসোল ও চন্দননগর পুরসভার ভোট হওয়ার কথা ছিল। কিন্তু করোনার মাঝে ভোট নিয়ে অনেকেই আপত্তি তুলে আদালতের দ্বারস্থ হন। পাশাপাশি রাজ্য সরকারের চেয়ে কমিশনকে অনুরোধ জানায়। অবশেষে করোনা পরিস্থিতিতে সাধারণের স্বাস্থ্যের কথা ভেবে কলকাতা হাইকোর্টের তরফে রাজ্যের পুরনিগমের ভোট পিছিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে আদালত বলে এই ব্যাপারে স্বাধীন সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন। এরই প্রেক্ষিতে কমিশন জানায় আদালতের পরামর্শ কে সম্মান জানিয়ে নির্বাচনের নতুন নির্ঘণ্ট নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, দিন কয়েক আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে নির্বাচনসহ কর্মসূচি আগামী দুই মাসের জন্য বন্ধ রাখবার জন্য আবেদন জানান এবং পাশাপাশি তিনি এও বলেন এটা তার ব্যক্তিগত মতামত। এ নিয়ে বিতর্ক রয়েছে বিস্তর। অপরদিকে রাজ্য সরকার কমিশনকে চিঠি দিয়ে জানায় এই পরিস্থিতিতে ভোট পেছনে রাজ্যের কোন আপত্তি নেই। শনিবার নবান্নের সেই চিঠি পাওয়ার পর ভোট পিছিয়ে দেওয়া চূড়ান্ত শীলমোহর দেয় রাজ্য নির্বাচন কমিশন।