রাজ্য লিড নিউজ

কড়া নিরাপত্তায় শুরু দুই কেন্দ্রের ভোট গ্রহণ

আজ বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। দুই কেন্দ্রেই উপনির্বাচন শুরু হয়েছে কড়া নিরাপত্তায়। ভোটগ্রহণ চলবে সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে ভোট।এই দুই কেন্দ্রের সব বুথে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কমিশন সূত্রে খবর, ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। পরে দুই কেন্দ্রে আরও ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হয় বলে জানা গিয়েছে। দুই কেন্দ্রে ভোট যুদ্ধের জন্য প্রস্তুত রাজ্যের শাসক দল এবং বিরোধীরা।

প্রতিটি বুথে একজন প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার প্রথম, দ্বিতীয়, তৃতীয় অর্থাত্‍ চারজন থাকবেন। মোট ১০ হাজারের বেশি ভোটকর্মী নির্বাচনী দায়িত্ব পালন করছেন।

এবারে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা প্রায় আড়াই লাখ।মোট ৩০০টি বুথ। তার মধ্যে ২৩টি স্পর্শকাতর বুথ। প্রতিটি বুথে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। মোট ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। প্রতিটি বুথে ও বুথের বাইরে ২০০ মিটারের মধ্যে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। বুথে রয়েছে ২ জন করে কেন্দ্রীয় বাহিনী।

আসালসোলে ভোটার সংখ্যা ১৭ লক্ষের বেশি। ২,১০৯টি বুথে ভোট গ্রহণ হচ্ছে। নিরাপত্তায় রয়েছে প্রায় ১৯ হাজার কেন্দ্রীয় বাহিনী। সব বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। রয়েছে প্রায় ৫ হাজার রাজ্য পুলিশও। ৫ হাজার বুথে হবে ওয়েব কাস্টিং ও পর্যবেক্ষক রয়েছেন ৫ জন।

উল্লেখ্য, আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগদান করেন বাবুল সুপ্রিয়। এই আসনটিও ফাঁকা হয়ে যায়। আসানসোলের এই আসনটিতে বিজেপির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা।

অন্যদিকে, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রটির আসন ফাঁকা হয়ে যায়। তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় এবার বিজেপির বিরুদ্ধেই লড়বেন বালিগঞ্জ উপানির্বাচন থেকে।