জেলা

পিছিয়ে গেল ভোটার তালিকার কাজ

হিসেব করলে দেখা যাবে ২০২১ সালের বিধানসভা নির্বাচন আর হাতে গোনা সাত মাস বাকি। ঠিক সময়ে হলে তাই দাঁড়াচ্ছে। সেখানে প্রায় দু’মাস পিছিয়ে গেল রাজ্যের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া। করোনা মহামারির কারণেই প্রতিবারের মতো সেপ্টেম্বর মাসে এই কাজ শুরু করা যাচ্ছে না। প্রায় দু’মাস পিছিয়ে, আগামী ১৬ নভেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। ফলে নির্বাচন কী পিছিয়ে যাবে?‌ উঠছে প্রশ্ন
২০২১ সালেই রাজ্যের বিধানসভা নির্বাচন। কিন্তু কোন মাসে?‌ এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। স্বাভাবিকভাবেই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হওয়া মানেই সেই ভোটের বাদ্যি বেজে যাওয়া। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ১৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। তাই যদি হয় তাহলে গোটা প্রক্রিয়া কবে শেষ হবে?‌ আর নির্বাচন কবে হবে?‌ কারণ মে মাসের আগেই তো এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সঠিক সময়ে নির্বাচন না হলে রাজ্য চলবে কিভাবে?‌
নির্বাচন কমিশন সূত্রে খবর, ওই দিন থেকেই ভোটার তালিকায় সংশোধনের কাজ শুরু হয়ে যাবে। তার পর থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে নাম সংযোজন এবং বিয়োজনের প্রক্রিয়া। ২০২১ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে, তারা ৬ নম্বর ফর্ম পূরণ করে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। কারও মৃত্যু হলে নাম বাদ দেওয়ার জন্য ৭ নম্বর ফর্ম পূরণ করতে হবে। কারও নাম বাদ দেওয়ার আগে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছে কমিশন। নামের বানান বা ঠিকানা সংশোধনের জন্য ৮ নম্বর ফর্ম পূরণ করতে হবে। কিন্তু এই কাজে তো বিস্তর সময় লাগবে। তাহলে ভোট কবে বঙ্গে?‌
সূত্রের খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে এই প্রক্রিয়া আগামী ৩১ অক্টোবরের মধ্যে শেষ করতে বলা হয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার পরেও মাসখানেক ধরে আবেদনের ভিত্তিতে শুনানির জন্য বরাদ্দ থাকবে। তার পর আগামী বছরের জানুয়ারি–ফেব্রুয়ারি মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। কিন্তু তারপরও যে কাজ থেকে যায় তা করতে বেশ সময় লাগার কথা। এখন দেখার নির্বাচনের তারিখ কবে ঘোষণা করা হয়।