আন্তর্জাতিক

‘‌ভোট চুরি করে আমাকে হারানো হয়েছে’‌

হেরে গিয়েও হার মানতে নারাজ তিনি। এখনও তিনি স্বপদে থাকতে চান। তাই গণনায় কারচুপি দেখছেন তিনি। হ্যাঁ, তিনি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোট গণনা মোটে পছন্দ হয়নি তাঁর। তাই এবার ভোট চুরির অভিযোগ তুলে তোপ দাগলেন ডোনাল্ড ট্রাম্প। এমনকী নালিশ করতে পৌঁছে গিয়েছেন মার্কিন আদালতে।
উল্লেখ্য, রবিবার ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যেবেলা টুইট করে ট্রাম্প বলেন, আমি বিশ্বাস করি ওঁরা চোর। শহরের প্রতিটি মেশিনে চলেছে ব্যাপক কারচুপি। ব্রিটেনের সেরা ভোট বিশেষজ্ঞ বলছেন, এটা পরিষ্কার চুরির ভোট ছিল এই কারণে, কিছু রাজ্যে বারাক ওবামাকেও টপকে গিয়েছেন জো বিডেন। এই হওয়া সম্ভব নয়। তাই ট্রাম্প এই অভিযোগ করেছেন।
ভোট গণনার ঠিক যে সময় থেকে অনেকটা পিছিয়ে পড়েন ট্রাম্প, তখন থেকেই নানাভাবে হুঙ্কার ছেড়েছেন ট্রাম্প। ভোট চুরির অভিযোগের পাশাপাশি হঠাৎ গণনা বন্ধ করার মতোও আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। অবশ্য, সেই অভিযোগের আর্জি মেনে নেয়নি আদালত। ফিরিয়ে দেওয়া হয় ট্রাম্পের আর্জি। কিন্তু এখনও নাছোড় ট্রাম্প। অনেকে মনে করছেন, তিনি হোয়াইট হাউজ ছাড়লে গ্রেপ্তার হতে পারেন ট্রাম্প। কারণ বহু ধর্ষণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
বারবার জেতার আশায় একাধিক পদক্ষেপ নিলেও, তার কথা কেউ শোনেননি। অগত্যা, মেজাজ হারিয়েছেন ট্রাম্প। অবশেষে গতকাল জো বিডেনকে ও তাঁর দলকে এবং নির্বাচনের আধিকারিকদের চোর বলে কটাক্ষ করেছেন। তাঁরা চোট্টামি করে জিতেছে বলে টুইটারে তোপ দেগেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও এই মন্তব্যের পর কেউ কোনও প্রতিক্রিয়া জানাননি।