প্রথম দফায় রাজ্যের পাঁচটি জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরে নির্বাচন। অতীতে এই কেন্দ্রগুলিতে বারবার অশান্তির ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে এই পাঁচ জেলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন করাই এখন কমিশনের প্রধান লক্ষ্য। কাঁথির মাজনার ঘটনায় তৃণমূলের ১০ সাংসদ বেলা ১২টায় নির্বাচন কমিশনে যাচ্ছেন অভিযোগ জানাতে। ১১ বছর পর ভোট দিতে সপরিবারে লাইনে দাঁড়ালেন ছত্রধর মাহাতো।
এই পরিস্থিতিতে দক্ষিণ কাঁথির মাজনায় উঠেছে বিস্ফোরক অভিযোগ। ভোটদাতাদের অভিযোগ, তৃণমূলে ভোট দিলেও তা বিজেপিতে চলে যাচ্ছে। ভোটদাতাদের বিক্ষোভের জেরে বন্ধ ভোটদান। সুশান্ত ঘোষের গাড়ির উপর হামলা। ঘটনাটি ঘটেছে শালবনির ছোটতারা এলাকায়। অভিযোগ, এদিন তাঁকে জুতো নিয়ে মারতে তেড়ে যায় কিছু যুবক। তাঁদের পরনে ছিল খেলা হবে টি–শার্ট। অভিযোগ এদিন সুশান্ত ঘোষকে ধাক্কা মারা হয়। আক্রান্ত হন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও। সুশান্ত ঘোষের গাড়ি ভাঙচুর করারও অভিযোগ ওঠে। সুশান্ত ঘোষ জানিয়েছেন, তিনি ভোট শেষ আজ বিকেলে কমিশনে লিখিতভাবে অভিযোগ জানাবেন। ইতিমধ্যেই পার্টির তরফে কমিশনের কাছে জানানো হয়েছে বলে খবর।
তারপর ১৪৯ নম্বর বুথে ভোটারদের স্বাধীনভাবে মতদান করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর। কাকে দেওয়া হচ্ছে ভোট, দেখা যাচ্ছিল বুথের বাইরে থেকেই! সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে গড়বেতার উপরজবা এলাকা। তড়িঘড়ি অবশ্য ভুল স্বীকার করেন প্রিসাইডিং অফিসার। সরানো হয় ইভিএমও। কেশিয়াড়ি বেগমপুর বুথে বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের নেতাদের বিরুদ্ধে।
ভোটের কয়েকঘণ্টা আগেই উত্তপ্ত কাঁথি। সংঘর্ষে আহত তৃণমূল ও বিজেপির বেশ কয়েকজন সমর্থক। এলাকায় বোমাবাজির খবরও পাওয়া গিয়েছে। ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষটি হয়েছে মূলত কাঁথি উত্তর ও কাঁথি দক্ষিণ বিধানসভা এলাকায়।
