রাজ্য লিড নিউজ

রাত পোহালেই ভোট

রাত পোহালেই রাজ্যের ১০৮ পুরসভায় ভোট। এরমধ্যে ৩ টি পুরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আগামীকাল ১০৫ টি পুরসভায় ভোট গ্রহণ হতে চলেছে রাজ্যে।২৭ ফেব্রুয়ারি রাজ্য নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে কড়া পুলিশি পাহারায় রাজ্যের  প্রায় দু’হাজারের বেশি ওয়ার্ডে ভোট হতে চলেছে। ইতিমধ্যেই ইভিএম নিয়ে অধিকাংশ ভোটকর্মীরা জেলায় জেলায় পৌঁছে গেছেন।

উত্তর 24 পরগনার মোট 25 টি পুরসভার ভোট আগামীকাল, তার  শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে, ডিসি আরসি চলছে, কাউন্টারে লম্বা লাইন। উত্তর 24 পরগনা জেলার মোট 25 টি পৌরসভা নির্বাচন তার মধ্যে বারাসাত মহকুমার পাঁচটি পৌর এলাকা রয়েছে, বারাসাত, মধ্যমগ্রাম,অশোকনগর, হাবরা ও গোবরডাঙ্গা এলাকার মোট ভোটার সংখ্যা 684373, মোট বুথ সংখ্যা 826টি।

বারাসাত: মোট ভোটার 240770
বুথ সংখ্যা 282

মধ্যমগ্রাম: মোট ভোটার 171310
বুথ সংখ্যা 210

হাবড়া: মোট ভোটার 122505
বুথ সংখ্যা 146

অশোকগর: মোট ভোটার 110154
বুথ সংখ্যা 140

গোবরডাঙ্গা মোট ভোটার 39634
বুথ সংখ্যা 48

মোট ২হাজার ২৭৬টি বুথ। নিরাপত্তা দিতে মোতায়েন থাকছে ৪৪০০০ পুলিশকর্মী। ১৭ জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে রাজ্য নির্বাচন কমিশন। শুধু তাই নয় পুলিশ, সাধারণ মানুষ এবং এই বিশেষ পর্যবেক্ষকদের নজর রাখার জন্য নিয়োগ করা হয়েছে আরও ১০জন আইএএস (IAS) অফিসার। পুলিশের পাশাপাশি থাকবে ইএফআর ও এসটিএফ (EFR,STF) কমান্ডো। এছাড়াও প্রতিটি বুথে থাকবে সিসিটিভি ক্যামেরা। কড়া  নিরাপত্তার বলয়ে ঘিরে রাখা হয়েছে বুথগুলিকে।