২০২৩ সালের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে বসছে জি-২০ সম্মেলন। এই সম্মেলনেই যোগ দিতে ভারত সফরে আসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্রের খবর,অসুস্থতার গুজব উড়িয়ে আগামী বছর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা জি-২০ সম্মেলনে শামিল হতে পারেন রুশ প্রেসিডেন্ট। এমনটাই জানিয়েছেন পুতিনের মুখপাত্র শ্বেতলানা লুকাশ।
এবছর ইন্দোনেশিয়ার সামিটে গরহাজির থাকলেও ভারতে হাজির থাকতে পারেন রুশ প্রেসিডেন্ট। এই বিষয়ে রুশ সংবাদমাধ্যমে এক বিবৃতি দিয়ে পুতিনের মুখপাত্র শ্বেতলানা লুকাশ জানান, “তিনি অবশ্যই সেখানে যাবেন বলে আমি আশা করছি। তবে এখনও অনেক সময় আছে। গোটা বিষটা নির্ভর করবে তাঁর উপর।” ইউক্রেন যুদ্ধের আবহে এই খবর যথেষ্ট তাৎপর্য রয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, চলতি বছরের নভেম্বর মাসে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগ দেননি রুশ প্রসিডেন্ট। এর পরিবর্তে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরত সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। সম্মেলনের শেষ দিনে ভারতের হাতে পরবর্তী জি-২০ সম্মেলনের প্রেসিডেন্সির দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। যদিও সম্মেলন শুরু আগেই পুতিনের যোগদান নিয়ে ক্রেমলিনের বিবৃতিকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা।
আগামী বছর জি-২০ সম্মেলনে সভাপতিত্ব করবে ভারত। সেই উপলক্ষ্যে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, এ বিষয়ে দেশজুড়ে মোট ২০০টি বৈঠক হবে। প্রথম ধাপে দেশের সব রাজনৈতিক দল ও মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।