তাঁর শরীর নাকি ভাল যাচ্ছে না। এমন জটিলতা তৈরি হয়েছে যার ফলে তিনি প্রেসিডেন্ট পদ ছেড়ে দিতে পারেন। এই খবর প্রকাশ্যে আসার পর রাষ্ট্রনেতাদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। হ্যাঁ, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি নিজে সামরিক বাহিনীতে ছিলেন। তাঁর লড়াকু মনোভাব ও কর্মপদ্ধতির জেরে রাশিয়ার হারানো গৌরব অনেকটাই উদ্ধারে সক্ষম হয়েছেন ‘আয়রন ম্যান’ ভ্লাদিমির পুতিন। সম্প্রতি তাঁর নাকি শরীর ভাল যাচ্ছে না। তাই দেশ চালানোর মতো গুরুভার লাঘব করতে প্রেসিডেন্ট পদ থেকেই ইস্তফা দিতে চয়েছেন তিনি।
এক রিপোর্টে রাশিয়ার বিখ্যাত বুদ্ধিজীবী ভেলেরি স্লোভেইকে উদ্ধৃত করে ‘নিউইয়র্ক পোস্ট’ জানিয়েছে, পারকিনসন্স রোগে আক্রান্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাই তাঁর বান্ধবী এলিনা কাবায়েভা ও তাঁর দুই মেয়ে পুতিনকে রাজনীতি থেকে সরে আসতে অনুরোধ করছেন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, স্লোভেই দাবি করেছেন, পুতিনের উপর পরিবারের প্রভাব অনেক বেশি। তাই আগামী জানুয়ারি মাসেই প্রেসিডেন্ট পদ ছাড়ার কথা ঘোষণা করতে পারেন তিনি। একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বসে থাকার সময় তাঁর পা লাগাতার কাঁপছিল। স্পষ্টতই তাঁর মুখে যন্ত্রণার ছাপ দেখা যাচ্ছিল। এমনকী কাপে করে ওষুধ খেতে গিয়ে তাঁর আঙুল বেঁকে যাচ্ছিল।
যদিও এইসব খবর উড়িয়ে দিয়েছে প্রেসিডেন্টের অফিস। বিষয়টিকে খারিজ করে প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাফ জানান, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া গোটা বিশ্বেই চলে। তবে বলে রাখা ভাল, সম্প্রতি রুশ আইনপ্রণেতারা এমন আইন আনতে চলেছেন যা পাশ হয়ে গেলে পুতিনের বিরুদ্ধে অপরাধের মামলা চালানো যাবে না। উল্লেখ্য, গত মার্চ মাসে রাশিয়ান পার্লামেন্টের নিন্মকক্ষে রাষ্ট্রপতি মেয়াদের নির্বাচিত হওয়ার মেয়াদ বৃদ্ধির প্রস্তাব পাশ হয়।
