ফের ভারতীয়দের ঠাঁই মার্কিন মুলুকে। জো বিডেনের মন্ত্রিসভায় ভারতীয়দের রমরমা ছিলই। এবার তা আরও বাড়ল। কারণ সে দেশের চিকিৎসার দায়িত্বও পেলেন এক ভারতীয়। তাতে বোঝা গেল, ভারতীয় মেধাকে বেশি গুরুত্ব দিতে চাইছেন বিডেন মন্ত্রিসভা। বিডেনের সঙ্গে ভারতের সম্পর্ক এক সূত্রে গাঁথা। তাই ভারতীয়দের মেধাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে খবর।
আমেরিকার জনস্বাস্থ্য বিভাগের শীর্ষপদে এবার এক ভারতীয়। আমেরিকা নিবাসী ভারতীয় বংশোদ্ভূত ওই চিকিৎসকের নাম বিবেক মূর্তি। তাঁকে নিয়োগ করল জো বিডেন প্রশাসন। আগে ওবামা প্রশাসনেও জনস্বাস্থ্য বিভাগের শীর্ষ আধিকারিক ছিলেন বিবেক। সবমিলিয়ে এখন খুশির হাওয়া। এই খবর প্রকাশ্যে আসায় খুশি চিকিৎসক বিবেক।
ড. বিবেক মূর্তি এই মনোনয়ন পাওয়ার পরে একটি টুইটে তাঁর আনন্দ প্রকাশ করেছেন। নিজের প্রতিক্রিয়া জানিয়ে বিবেক লিখেছেন, ‘আপনাদের সার্জন জেনারেল হিসেবে সেবা করার আরও একটা সুযোগ আমাকে দেওয়া হয়েছে। সেনেটের কাছে এজন্য আমি কৃতজ্ঞ। গত কয়েকটি বছর অত্যন্ত সমস্যায় কাটিয়েছে এই দেশ। আশা করব, আমেরিকা দ্রুত সুস্বাস্থ্যের এক নতুন ছবি দেখবে।’
