এখন তো আনলক ১ শুরু হয়েছে। তাই ধাপে ধাপে সব খুলে দেওয়া হচ্ছে। মানুষ এখন করোনায় আক্রান্ত বেশি হচ্ছে। কিন্তু তাতে কি! স্বাভাবিক জীবনে তো ফিরতে হবে। তাই এবার করোনা আতঙ্কের মাঝে খুলছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সব পড়ুয়াকে বিশ্বভারতীতে উপস্থিত থাকার নির্দেশ দিল কর্তৃপক্ষ। ২৮ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ঢুকে যাওয়ার নির্দেশ বিশ্বভারতী কর্তৃপক্ষের।
এই নির্দেশের সঙ্গে সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রেখেই ক্লাস চলবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। এমনকী
জানানো হয়েছে, প্রতিটি ক্লাস স্যানিটাইজ করা হবে। যেসব ছাত্রছাত্রীরা বাইরে রয়েছে তাদেরকে মেইল মারফত এই বিজ্ঞপ্তি জানিয়ে দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তির অনেক ছাত্রছাত্রীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কারণ যদি কেউ করোনায় সংক্রমিত হয় তাহলে উপায় কি! যারা অন্যান্য জায়গা থেকে আসবে তাদের পরীক্ষা করার ব্যবস্থা নিয়ে নির্দেশিকায় কোনও উল্লেখ নেই।
উল্লেখ্য, রাজ্যে ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল–কলেজ। তবে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি পূর্ব নির্ধারিত তারিখ অর্থাৎ ২৯ জুন, ২ এবং ৬ জুলাই হবে বলেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এবার ২৯ জুন সমস্ত পরীক্ষা বাতিল করা হল। শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার থেকে বড় বিষয় ছাত্রছাত্রী শিক্ষকদের সুস্থ রাখা। স্বাস্থ্যবিধি মানতে পরীক্ষা কেন্দ্রে বাড়ানো হতে পারে।