দেশ ব্রেকিং নিউজ

পরীক্ষার দিন ঘোষণা বিশ্বভারতীর

কেন্দ্র–রাজ্য সরকারের ঠিক উলটো পথে হাঁটল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। করোনাভাইরাস আবহের মধ্যেই দশম এবং দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা নেওয়ার ঘোষণা করল তারা। এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছেন তাঁরা। দশম এবং দ্বাদশ মানের ওই পরীক্ষা বিশ্বভারতীর পড়ুয়াদের কাছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমতুল। অনলাইনে, লিখিতভাবে দুটি পরীক্ষাই হবে। বিজ্ঞপ্তি জারি করল কর্তৃপক্ষ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথমে ঘোষণা করেছিলেন, জুলাই মাসে উচ্চমাধ্যমিক এবং আগস্ট মাসে মাধ্যমিক পরীক্ষা হবে। কিন্তু কীভাবে? এক বিশেষজ্ঞ কমিটিও তৈরি করা হয়। কিন্তু সেই কমিটির সদস্যরাও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। করোনা আবহে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া উচিত কি না, সাধারণ মানুষের কাছে জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাতে করোনার ঝুঁকি এড়াতে পরীক্ষা না নেওয়ার পক্ষেই মত দেন বেশিরভাগই। তখন পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।
বিশ্বভারতীর পক্ষ থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের পাঠভবন এবং শিক্ষা-সত্রের প্রি–ডিগ্রি পরীক্ষা ৫ জুলাই থেকে শুরু হবে। তবে লিখিত নয়, মৌখিক পরীক্ষা হবে অনলাইনে (জুম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে)। ওই পরীক্ষায় শিক্ষকদের প্রশ্নের উত্তর দেবেন পড়ুয়ারা। যার ভিত্তিতে দেওয়া হবে নম্বর। পরীক্ষার দিনক্ষণ, স্থান এবং অন্যান্য বিষয় পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। এই বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন ও পরিচালনার ক্ষেত্রে রাজ্য সরকারের নিয়ন্ত্রণ নেই। ফলে কর্তৃপক্ষ যদি চান, সেক্ষেত্রে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা নিতেই পারেন। জানা গিয়েছে, ৭ মে মেল করে বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশ কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন, কোভিড পরিস্থিতিতে প্রবল সমস্যায় রয়েছেন তাঁরা। ঠিকমতো পড়াশোনাও করতে পারেননি। রাজ্য সরকারের মতো এবছর মাধ্যমিক-উচ্চমাধ্যমিক বাতিলের বিষয়ে বিবেচনা করা হয়।
তবে বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে পড়ুয়াদের একাংশ ক্ষুব্ধ। করোনা পরিস্থিতির জেরে একাধিক বোর্ড তাদের পরীক্ষা বাতিল করেছে। সেই পথে হেঁটেছে রাজ্য সরকারও। এই রাজ্যে একমাত্র বিশ্বভারতীতেই একেবারে স্কুলস্তর থেকে বিশ্ববিদ্য়ালয় স্তর পর্যন্ত পঠনপাঠন চলে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেন পাঠভবন ও শিক্ষাসত্রের পড়ুয়ারা। যদিও স্বশাসিত এই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সঙ্গে রাজ্যের মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের কোনও সম্পর্ক নেই।