জেলা ব্রেকিং নিউজ

বিশ্বভারতী: ১২ ঘন্টা উপাচার্যের বাসভবন ঘেরাও

বিশ্বভারতীর তিন পড়ুয়াকে বরখাস্ত করার প্রতিবাদে শুক্রবার রাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। বরখাস্ত হওয়া ঐসকল পড়ুয়া এবং তাদের সহপাঠীরা দফায় দফায় বিক্ষোভ ফেরাও দেখাতে শুরু করেন। প্রথমদিকে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিস ঘেরাও করা হয় এবং পরে এই পড়ুয়ারা ঘেরাও করেন উপাচার্যের বাসভবন।

উপাচার্যের বাসভবন ঘেরাও করা ১২ ঘন্টা অতিক্রান্ত করল। তবে এরপরেও পড়ুয়ারা তাদের সিদ্ধান্ত বদলের কোন ইঙ্গিত দেয়নি। বিক্ষোভরত পড়ুয়াদের দাবি, আমরা উপাচার্যের সঙ্গে আলোচনা করতে চাইছি। এই তিন পড়ুয়া দীর্ঘদিন ধরে বিশ্বভারতীকে গেরুয়াকরণের যে প্রচেষ্টা চালানো হচ্ছিল তার প্রতিবাদ করায় এদের বরখাস্ত করা হয়।

পড়ুয়াদের বক্তব্য, ‘‌আমরা আমাদের এই আন্দোলন আরও বৃহত্তর দিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যতক্ষণ না এই তিন পড়ুয়ার উপর বরখাস্তের বিজ্ঞপ্তি বাতিল হবে ততক্ষন আমাদের এই আন্দোলন চলবে।’‌ কয়েকদিন আগে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, উপাচার্যের পাগলামি ছাড়াতে টানা তিনদিন ঘেরাও করে রাখা হবে। আর তার পরই এই ঘেরাও নিয়ে জোর চর্চা চলছে।