ফের পড়ুয়াদের বিক্ষোভের মুখে বিশ্বভারতীর উপাচার্য। বুধবার নিরাপত্তারক্ষী এবং পুলিশের ঘেরাটোপে বাসভবন থেকে বাইরে বেরোনোর সময় পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। আর তার মধ্যেই মেজাজ হারিয়ে সংবাদ মাধ্যমের ওপর ক্ষোভ উগরে দিলেন উপাচার্য। পুলিশকে নির্দেশ দিলেন, সংবাদমাধ্যমের মোবাইল-ক্যামেরা কেড়ে নেওয়ার জন্য।
পুলিশ সংবাদমাধ্যমের মোবাইল-ক্যামেরা কেড়ে নিতে অস্বীকার করায়, উপাচার্যের উবাচ – “আমার রাজ্য পুলিশের কোন সাহায্য দরকার নেই।” এদিন পুলিশ ও বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে বাসভবন থেকে বেরোন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এদিন তিনি বাসভবন থেকে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।
উল্লেখ্য, ছাত্র আন্দোলনের জেরে ২২ দিন ধরে উত্তাল বিশ্বভারতী। উপাচার্যের বাসভবনের সামনে চলছে পড়ুয়াদের ধর্না৷ মঙ্গলবার রাতে ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতোর নেতৃত্বে নিরাপত্তারক্ষীরা ধর্না মঞ্চ ভেঙে দেয় বলে অভিযোগ। যাকে কেন্দ্র করে উত্তাল ছিল বিশ্বভারতী। সেই পরিস্থিতির মধ্যে এদিন পূর্বপল্লীর বাসভবন থেকে বেরোন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।
বিশাল সংখ্যক নিরাপত্তারক্ষীর ঘেরাটোপে ও পুলিশ বাহিনীর নিরাপত্তায় কেন্দ্রীয় কার্যালয়ে আসেন উপাচার্য। সেই সময় শান্তিনিকেতন থানার ওসি পার্থ কুমার ঘোষকে সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল কেড়ে নেওয়ার নির্দেশ দেন উপাচার্য৷ পুলিশ তা অস্বীকার করলে উপাচার্য বলেন, “রাজ্য পুলিশের আমার কোন দরকার নেই, আপনারা চলে যান।”