রাজ্য লিড নিউজ

Visva-Bharati University: বিশ্বভারতী থেকে ‘চুরি’ পড়ুয়াদের মার্কশিট!

বিশ্বভারতীর বিনয়ভবন থেকে বিএড ও এমএড-এর মার্কশিট খোয়া গেছে বলে অভিযোগ। এই অভিযোগ তুলে বিভাগীয় প্রধান ও অধ্যক্ষকে চিঠি দিল পড়ুয়াদের একটা অংশ৷ তারপরেই বিভাগ প্রধানকে অনির্দিষ্টকালের জন্য পদ থেকে সরিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। ইতিমধ্যে এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

বিশ্বভারতীর বিনয়ভবনের শিক্ষা বিভাগের বিএড ও এমএড-এর তৃতীয় সেমিস্টারে পড়ুয়াদের মার্কশিট দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ওঠে। এই মর্মে বিভাগীয় প্রধান ও অধ্যক্ষকে একটি চিঠি দিয়ে পড়ুয়াদের একাংশ জানায়, ভবনে মার্কশিট আনতে গেলে ২ মাস ধরে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে৷ অর্থাৎ, নানান অজুহাত দেখিয়ে মার্কশিট দেওয়া হচ্ছে না। পড়ুয়াদের অভিযোগ, সম্ভবত তাদের মার্কশিট ভবন থেকে খোয়া গিয়েছে। তাই তাদের নানা বাহানায় বার বার ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতে বিনয় ভবনের শিক্ষাভবনের বিভাগীয় প্রধান বেনুধর চিনারাকে পদ থেকে অনির্দিষ্টকালের জন্য সরিয়ে দেওয়া হল৷ সেই জায়গায় বিনয় ভবনের অধ্যক্ষকেই দায়িত্ব দেওয়া হল৷ এই মর্মে নিজস্ব ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। যদিও এই খোয়া যাওয়ায় প্রেক্ষিতে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি বিশ্বভারতী।

প্রসঙ্গত, এর আগে ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি একই ভাবে বিশ্বভারতীর সঙ্গীতভবন থেকে চুরি হয়ে গিয়েছিল রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র নৃত্য ও নাটক বিভাগের প্রশ্নপত্র। যার প্রেক্ষিতে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন সঙ্গীতভবনের অধ্যক্ষ৷

বিশ্বভারতী ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় বলেন, “অনির্দিষ্টকালের জন্য তাঁকে পদ থেকে সরানো হয়েছে৷ বাকি বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।”