জেলা ব্রেকিং নিউজ

হাইকোর্টের নির্দেশে নড়েচড়ে বসল বিশ্বভারতী

বীরভূম: গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে বিশ্বভারতীর বরখাস্ত হওয়া তিন পড়ুয়া ফাল্গুনী পান, সোমনাথ সৌ এবং রুপা চক্রবর্তীকে পুনরায় ক্লাসে ফিরিয়ে নেওয়ার। তবে হাইকোর্টের সেই নির্দেশ পাওয়ার পরেও কোনরকম বিজ্ঞপ্তি জারি করতে দেখা যায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষকে। আন্দোলনরত পড়ুয়ারা বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলে হাইকোর্টের নির্দেশ অমান্য করার। তবে এরই মাঝে শুক্রবার রাতে একটি বিজ্ঞপ্তি সামনে আসে, যে বিজ্ঞপ্তি অনুসারে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ওই তিন পড়ুয়ার নির্দিষ্ট বিভাগকে চিঠি দিয়েছে তাদের ক্লাসে ফিরিয়ে নেওয়ার জন্য।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানদের এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। পড়ুয়াদের দাবি, এটা তাঁদের জয়। অপরদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ মত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।