২০২৪ সালে এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশে যেতে চলেছে ভিস্তারা এয়ারলাইনস। ভারতীয় বিমান সংস্থাটির দায়িত্ব টাটা গোষ্ঠীর হাতে যাওয়ার পরেই ভিস্তারার সঙ্গে সংযুক্তিকরণের বিষয়টি কানে আসছিল। এবার সরকারিভাবে সংযুক্তিকরণের কথা জানিয়ে দেওয়া হল।
জানা গিয়েছে, সংযুক্তিকরণের পরে এয়ার ইন্ডিয়ার ২৫ শতাংশ মালিকানা থাকবে ভিস্তারার হাতে। তারা দু’হাজার ষাট কোটি টাকা বিনিয়োগ করবে নয়া এয়ার লাইনসে। বর্তমানে ভিস্তারার ৫১ শতাংশ শেয়ার রয়েছে টাটাদের হাতে। এয়ার ইন্ডিয়াকে আরও শক্তিশালী করে গড়ে তোলার জন্যই সংযুক্তিকরণের পথে হাঁটতে চাইছে টাটা। এর ফলে সিঙ্গাপুর এয়ার লাইনস দু’লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে এয়ার ইন্ডিয়ায়।
সিঙ্গাপুর এয়ার লাইনসের তরফে একটি বিবৃতি দিয়ে সংযুক্তিকরণের বিষয়টি জানানো হয়েছে।
২০২৪ সালের মার্চ মাসের মধ্যেই এই সংযুক্তিকরণ সম্পন্ন হবে বলেই জানা গিয়েছে। সরকারি অনুমোদন পেলেই নির্দিষ্ট সময়ের মধ্যে মিশে যাবে ভিস্তারা ও এয়ার ইন্ডিয়া। ফলে এয়ার ইন্ডিয়ার বিমানের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২১৮। এয়ার ইন্ডিয়ার নিজস্ব ১১৩টি বিমানের সঙ্গে ভিস্তারা-সহ অন্যান্য সংস্থার বিমানগুলি যোগ করা হবে।