ব্রেকিং নিউজ রাজ্য

জঙ্গল এখন চোখের সামনে, পুজোতে ভিস্তাডোম কোচে ডুয়ার্স দেখবেন পর্যটকরা

করোনাকালে পর্যটন ব্যবসা কার্যত লাটে উঠেছে। তবুও সামান্য ছাড় মিলতেই অনেকে একটু ঘুরে আসছেন কাছেপিঠে। সামনেই পুজোয় পর্যটনের ভরা মরশুম, তাই আশা-আশঙ্কার দোলাচলে পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটকরা সকলেই। এই পরিস্থিতিতে দারুন খবর শোনালো উত্তর পূর্ব সীমান্ত রেল। পুজোর আগেই উত্তরবঙ্গের ডুয়ার্সে একটি ট্রেনে জুড়ে দেওয়া হবে অত্যাধুনিক ভিস্তাডোম কোচ। সম্পূর্ণ কাঁচে ঘেরা এই কামরায় বসে পর্যটকরা ডুয়ার্সের জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যদিও উত্তর পূর্ব সীমান্ত রেলের কর্তারা জানিয়েছেন, ডুয়ার্স ছাড়াও লামডিং-বদরপুর শাখাতেও একটি ট্রেনে ভিস্তাডোম কামরা জোড়া হবে বলে ঠিক হয়েছে। ফলে পর্যটকদের জন্য এটা সুখবরই বলা চলে, ঘুরতে গিয়ে নতুন নতুন জায়গা দেখার আগে ট্রেনে বসেই প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই নতুন ভিস্তাডোম কোচে।

ভিস্তাডোম কামরা আসলে কী?

এতদিন পর্যন্ত রেলের সাধারণ কামরার ছোটো জানালা দিয়ে মিলত প্রকৃতির সৌন্দর্যের হাতছানি। যা পর্যটকদের কাছে মন ভরার মত ছিল না। ফলে রেল যাত্রা আরও সুন্দর ও উপভোগ্য করতে এই নতুন কামরা তৈরি করেছে ভারতীয় রেল। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই কামরাগুলিতে লাগানো হয়েছে বড় বড় স্বচ্ছ কাঁচের জানলা। যাতে বাইরের দৃশ্যের বেশিরভাগই দেখা যায়। কামরাগুলির ছাদও কাঁচ দিয়ে ঘেরা হয়েছে। বসার সিটও অনেক আধুনিক ও আরামদায়ক করা হয়েছে। শুধু তাই নয়, সাইটগুলো ১৮০ ডিগ্রি ঘড়িয়ে যে কোনও দিকে মুখ করে বসতে পারবেন যাত্রীরা। বিশেষ করে জানলার দিকে মুখ করে বসে বাইরের দৃশ্য উপভোগ করার খাসা ব্যবস্থা রয়েছে এই ভিস্তাডোম কামরায়।

ডুয়ার্সের ট্রেনে ভিস্তাডোম

উত্তরবঙ্গের পাহাড় এবং ডুয়ার্সের প্রকৃতি সৌন্দর্য বরাবরই পর্যটকদের কাছে আকর্ষণীয়। তবে ডুয়ার্সে ঘন জঙ্গলের বুক চিরে পাহাড়ের গা বেয়ে ট্রেন যাত্রা আরও বেশি আকর্ষণীয়। এই ডুয়ার্সের পাহাড় এবং অভয়ারণ্যের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের রূপ-রস-গন্ধ যাতে পর্যটকরা ট্রেনে বসেই উপভোগ করতে পারেন তার ব্যবস্থা করছে উত্তর পূর্ব সীমান্ত রেল। সব কিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী কোনও অপেক্ষাকৃত ধীরগতির ট্রেনে জুড়তে পারে রেলের নতুন ভিস্তাডোম কোচ। তাতে চেপে যাত্রীরা বিনা বাধায় উপভোগ করতে পারবেন বাইরের দৃশ্য।

কবে থেকে চালু হবে পরিষেবা, ভাড়া কত?

উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, প্রথম পর্যায়ে চারটি ভিস্তাডোম কোচ আনা হচ্ছে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে জোর কদমে চলছে কোচ তৈরির কাজ। শীঘ্রই চারটি ভিস্তাডোম কোচ চলে আসবে। প্রথম পর্যায়ে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী এক প্যাসেঞ্জার ট্রেনের পিছনে দুটি ভিস্তাডোম কোচ জুড়ে পরিষেবা চালু করা হবে। একেকটি কোচে মোট ৪৪ জন সফর করতে পারবেন। অপরদিকে বাকি দুটি ভিস্তাডোম কোচ জোড়া হবে লামডিং থেকে বদরপুর পর্যন্ত রেলপথে কোনও একটি ট্রেনের পিছনে।  উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা যাচ্ছে, অক্টোবরে পুজোর মরসুমের আগেই চালু হবে ভিস্তাডোম কোচ। ভাড়া রাখা হচ্ছে সাধারণের নাগালের মধ্যেই। আপাতত জানা যাচ্ছে ৭৫০ টাকা প্রতি সিটের ভাড়া হতে পারে ডুয়ার্সের ট্রেনে।