প্রতি বছর সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ বিশ্বকর্মা পুজো হয়। আর সেই কারণেই সেপ্টেম্বর মাসে ১৭ তারিখকেই ধরে নেওয়া হয় বিশ্বকর্মা পুজোর দিন। কারণ জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত সকলেই দেখতে পায় সেপ্টেম্বর মাসের ১৭ তারিখে পুজো হচ্ছে।বিশ্বকর্মা পুজোর মাস বা তারিখে কোনও হেরফের সচারচর চোখে পড়ে না। ২০২৩ সালে সেপ্টেম্বর মাসের ১৮ তারিখ বিশ্বকর্মা পুজো।কেন?
বিশ্বকর্মার পুজোর তিথি নির্ভর করে সূর্যের গতি প্রকৃতির ওপর। সূর্য সিংহ রাশি থেকে কন্যায় গমন করলে উত্তরায়ণের সূচনা হয়। হিন্দু পঞ্জিকার সূর্যসিদ্ধান্ত এবং বিশুদ্ধসিদ্ধান্তও এ বিষয়ে সহমত পোষণ করে। সূর্যের কন্যা রাশিতে গমনকে কন্যা সংক্রান্তি বলা হয়। প্রচলিত ধারণা অনুযায়ী,কন্যা সংক্রান্তির দিনেই জন্ম হয়েছিল দেবশিল্পী বিশ্বকর্মার। ভাদ্র মাসের শেষ তারিখে বিশ্বকর্মা পুজোর দিন নির্ধারিত হয়।
উল্লেখ্য,ভাদ্র সংক্রান্তির আগে বাংলা পঞ্জিকায় পাঁচটি মাসের উল্লেখ পাওয়া যায়। এই পাঁচটি মাস হল বৈশাখ, জ্যৈষ্ঠ , আষাঢ় , শ্রাবণ , ভাদ্র। এই পাঁচটি মাসের মোট দিনের সংখ্যা হল ১৫৬। এই নিয়মে বা মোট দিনসংখ্যার হেরফের হয় না। এই পাঁচ মাসের মোট দিন সংখ্যা ১৫৬ কম বা বেশি হলে, পুজোর দিনে হেরফের হতে পারে।স্বাভাবিকভাবেই,১৫৬ দিন ধরে বাংলা পঞ্জিকায় বিশ্বকর্মা পুজোর যে তারিখ পাওয়া যায়, তা ইংরেজি ক্যালেন্ডারের ১৭ সেপ্টেম্বরে গিয়েই দাঁড়ায়। এবারে হয়েছে ব্যতিক্রম। এবছর পাঁচ মাসের সম্মিলিত দিনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭। জ্যৈষ্ঠ ও শ্রাবণ মাসে ৩২ দিন করে থাকায় এরকম হয়েছে যা সচরাচর হয় না। ফলশ্রুতি, ১৭ তারিখের জায়গায় এ বছর ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হচ্ছে।।