It is practically impossible for MPs to sit in the Rajya Sabha and Lok Sabha considering the social distance. So Lok Sabha Speaker Om Birla and Rajya Sabha Chairman Venkaiah Naidu sat in a meeting on Wednesday to look for alternatives.
লিড নিউজ

বাদল অধিবেশনে ভার্চুয়াল পার্লামেন্ট!‌ শুরু আলোচনা

করোনার জেরে লকডাউন থেকে বেরিয়ে এখন আনলক চলছে। তার মধ্যেই দেশের রাজনৈতিক নেতা–নেত্রীরা ভার্চুয়াল সভা–সমাবেশে মেতে উঠেছেন। তারই মধ্যে জুলাই মাসে সংসদের বাদল অধিবেশন। রাজ্যসভা এবং লোকসভায় সামাজিক দূরত্ব মেনে সাংসদদের বসা কার্যত অসম্ভব। তাই বিকল্প পথ খুঁজতে বুধবার বৈঠকে বসেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। সেখানে আলোচনা হয়, সংসদের টাউন হল এবং দিল্লির বিজ্ঞান ভবনে অধিবেশন করা যায় কিনা।
এমনকী প্রয়োজনে একদিন অন্তর দুই কক্ষের অধিবেশন বসানো যেতে পারে। সূত্রের খবর, সামাজিক দূরত্ব মেনে টাউন হলে রাজ্যসভার সদস্যদের বসানোয় কোনও অসুবিধা হবে না। একজনের বেশি আসনের ব্যবস্থা করা যেতে পারে। লোকসভায় অবশ্য সদস্যদের টাউন হল এবং বিজ্ঞান ভবনে বসানো সম্ভব নয়। এমনকী ন্যূনতম এক মিটার দূরত্ব রেখে বসানো হলেও সম্ভব নয়। সেক্ষেত্রে ভার্চুয়াল পার্লামেন্ট করা যায় কিনা, তা নিয়ে আলোচনা করা হচ্ছে। এখানে অধিকাংশ সাংসদ প্রযুক্তি ব্যবহারে সাবলীল নন।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল পার্লামেন্টের পথে হাঁটে কানাডা এবং ব্রিটেন। গত ১৭ মে অনলাইনে অধিবেশন শুরু হয় কানাডার পার্লামেন্টে। সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খোদ করোনায় আক্রান্ত হয়েছিলেন। প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার ৩৩৮ সাংসদ জু়ম অ্যাপে আলোচনায় অংশগ্রহণ করেন। এবার কী এই পথে হাঁটবে ভারত?‌ উঠছে প্রশ্ন।