শনিবার ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠক। শেষ মুহূর্তে বৈঠকের সিদ্ধান্ত হওয়ায় তৃণমূলের পক্ষ থেকে এই বৈঠকে কেউ যোগদান করতে পারবেন না বলেই জানা গিয়েছে।
রবিবার থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু রাহুল গান্ধীর। তার আগে তড়িঘড়ি এই বৈঠকের সিদ্ধান্ত। তাই এই ভার্চুয়াল বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে। রাজ্যে কি হিসেবে আসন ভাগাভাগি হবে, তা নিয়ে একটি সিদ্ধান্তে আসার চেষ্টা করবেন শরিক দলগুলি। ইন্ডিয়া জোটের আহ্বায়ক কে হবেন, তা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
২৪-এর লোকসভা নির্বাচনে রোডম্যাপ এর বিষয়ে একাধিক শহরে বৈঠকে বসেছেন ইন্ডিয়া জোটের শরিকরা। গত ডিসেম্বরে দিল্লিতে বৈঠক হয়েছিল। সেই বৈঠকে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শেষ মুহূর্তে ভার্চুয়াল বৈঠক ডাকার ফলে তৃণমূলের পক্ষ থেকে কারও না থাকারই সম্ভাবনার কথা জানান হয়েছে। তবে ইন্ডিয়া জোটের বাকি শরিকরা এই বৈঠকে যোগদান করবেন বলে মনে করা হচ্ছে।