মুখে যতই সুস্থতার হার বাড়ল বলে প্রচার করা হোক, আসলে করোনা পরিস্থিতি যে ক্রমশ খারাপের দিকে যাচ্ছে তা ভালই টের পাওয়া যাচ্ছিল। তাই করোনা পরিস্থিতি পর্যালোচনার জন্য ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই দেশে ২২ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়ে শয্যাশায়ী। মৃতের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। অথচ এই পরিস্থিতিতে আনলক–৩ করা যায় কিনা তা নিয়েই হবে গুরুত্বপূর্ণ বৈঠক।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকবেন মহারাষ্ট্র, অন্ধপ্রদেশ, বিহার, গুজরাত, উত্তরপ্রদেশ, তেলঙ্গানা, পাঞ্জাব, তামিলনাড়ু, কর্নাটকের মুখ্যমন্ত্রীরা। এই ১০টি রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতি উদ্বেগজনক। আবার এই ১০টি রাজ্যের মধ্যে মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু আর উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় সব থেকে বেশি কোভিড আক্রান্তের সন্ধান মিলেছে। তারপরেই রয়েছে পশ্চিমবঙ্গ।
করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে এই নিয়ে সাতবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষবার জুন মাসে এমন বৈঠক করেছিলেন তিনি। এদিন বন্যা পরিস্থিতি পর্যালোচনার জন্য কেরল, কর্নাটক, বিহার, উত্তরপ্রদেশ, অসম আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মোদী। মঙ্গলবার দেশে নতুন কোভিড আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা কমে ৫৩ হাজারের ঘরে এসেছে। ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সিং–এর মাধ্যমে বেলা ১১টা থেকে শুরু হয়েছে বৈঠক।