ব্রেকিং নিউজ রাজ্য

২১ জুলাই ভার্চুয়াল শহিদ দিবস!‌

সিপিএমের ভার্চুয়াল পলিটব্যুরো বৈঠক, বিজেপি’‌র ভার্চুয়াল জনসভা এবং ২১ জুলাই তৃণমূলের ভার্চুয়াল শহিদ দিবস। প্রত্যেক বছর এই দিনে বড় করে সমাবেশের আয়োজন করে রাজ্যের শাসকদল। বলা যেতে পারে এটা তৃণমূলের বিগ বাজেটের কর্মসূচী। তৃণমূলের কর্মী সমর্থকরা ঝাঁপিয়ে পড়ে অনুষ্ঠানে যোগ দেওযার জন্য। করোনার জেরে এবার গোটা পরিস্থিতিটাই বদলে গিয়েছে।
এই বিষয়ে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌২১ জুলাই তৃণমুল কংগ্রেসের শহিদ দিবসের জমায়েত ভার্চুয়াল করা হবে কি না সেটা দলীয় স্তরে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এটা করতে গেলে কোটি কোটি টাকা প্রয়োজন। ওদের সেই টাকা আছে। আমাদের এত টাকা কোথায়? আমরা কিছু ভিডিও কনফারেন্স করেছি। তাতে তো এত টাকা লাগে না।’‌
উল্লেখ্য, মঙ্গলবার ৯ জুন ফেসবুক–ইউটিউবে রাজ্যব্যাপী ভার্চুয়াল জনসভার ডাক দিয়েছে বিজেপি। যাঁর প্রধান বক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফেসবুক–ইউটিউবে মঙ্গলবার কার্যত ব্রিগেড চলো’‌র ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। করোনা থাকলেও বিজেপি’‌র পাখির চোখ যে ২০২১ সালের বিধানসভা নির্বাচন। আত্মনির্ভর ভারত–এ জনসংযোগ করতে কোনও বাধা না হয় সেই বার্তা দিতে চাইছে পদ্ম শিবির। তাই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।