বিনোদন

নতুন ছবি শেয়ার করলেন বিরাট

আন্তর্জাতিক নারী দিবসে বিরাট কোহলি নতুন ছবি শেয়ার করলেন। বিরাটের ছবিতে অনুষ্কা শর্মা এবং ছোট্ট ভামিকাকে একসঙ্গে দেখা যাচ্ছে। ছোট্ট ভামিকার মুখ প্রকাশ্যে না আনলেও, মায়ের সঙ্গে মেয়ের খুনসুটির ছবি প্রকাশ করেন বিরাট কোহলি। সন্তানের জন্মের আগে থেকেই বিরাট, অনুষ্কা জানিয়ে দেন, সন্তানের মুখ তারা প্রকাশ করবেন না। সেই অনুযায়ী, সন্তানের জন্মের পরপরই অনুষ্কাকে নিয়ে চুপিসাড়ে হাসপাতাল থেকে চলে যান বিরাট কোহলি। তারপ্র শুধু মেয়ের নাম প্রকাশ করেন বিরাট। জানান, দুর্গার আরেক নাম ভামিকা। সেই অনুযায়ী, তারাও মেয়ের নাম ভামিকা রেখেছেন।