খেলাধুলা

বিরাট–গুরু আজ প্রয়াত

প্রয়াত হলেন বিরাট কোহলির ছোটবেলার প্রশিক্ষক সুরেশ বাত্রা। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। এত অল্প বয়সে তাঁর প্রয়াণে খুব কষ্ট পেয়েছেন বিরাট কোহলি। বিরাট কোহলির ছোটবেলার প্রধান কোচ রাজকুমার শর্মার সহকারী কোচ ছিলেন সুরেশ বাত্রা। গত বৃহস্পতিবার সকালে মারা যান তিনি। তাঁর আকস্মিক প্রয়াণে হতবাক বিরাট।
জানা গিয়েছে, সেদিন সকালে নিয়মমাফিক প্রার্থনার পর অসুস্থ হয়ে পড়েন সুরেশ বাত্রা। তার কিছুক্ষণ পরই মারা যান বিরাট কোহলির ছোটবেলার কোচ। পশ্চিম দিল্লি ক্রিকেট অ্যাকাডেমিতে রাজকুমার শর্মার সহকারী হিসেবে কাজ করতেন সুরেশ। কোহলির ছোটবেলায় তাঁকে প্রশিক্ষণও দেন। বিরাট কোহলির সুদীর্ঘ ক্রিকেট কেরিয়ারের পেছনে রাজকুমার শর্মার পাশাপাশি অবদান রয়েছে সুরেশ বাত্রারও। ভারত অধিনায়ক বিরাট কোহলিও বারবার তাঁর ছোটবেলার কোচেদের অবদানের কথা প্রকাশ্যে এনেছেন। রাজকুমার শর্মা বলেন, ‘আমি আমার ছোট ভাইকে হারালাম। ১৯৮৫ সাল থেকে ওকে চিনি।’
উল্লেখ্য, শুধু বিরাট কোহলিই নন, পশ্চিম দিল্লি ক্রিকেট অ্যাকাডেমি থেকে আরও অনেক ক্রিকেটার উঠে এসেছেন। ২০১৮ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য মনজ্যোত কালরার উত্থান এখান থেকেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০১ রানের ইনিংস খেলেছিলেন কালরা। বিরাট কোহলির ভয়ডরহীন ক্রিকেটের পিছনে অবদান সুরেশ বাত্রারই। ক্রিকেটার তুলে আনার কাজ করতেন সুরেশ। তাঁর প্রয়াণে স্বভাবতই শোকের ছায়া দিল্লি ক্রিকেটে।