বিনোদন ব্রেকিং নিউজ

কনের সাজে ভাইরাল শ্রাবন্তীর ভিডিও

শ্রাবন্তীকে বিয়ের সাজে দেখলে অবাক তো লাগবেই। সোশ‍্যাল মিডিয়ায় বিয়ের সাজে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। পরনে লাল বেনারসী, গয়না, গলায় মালা, মাথায় মুকুট আর সিঁথি ভর্তি সিঁদুর। হঠাৎ অভিনেত্রীর এমন এক ছবি দেখে তাকে নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে নেট পাড়ায়।

যদিও এই ছবির সঙ্গে বাস্তবের সঙ্গে সম্পর্ক নেই। সবটাই ঘটেছে ক‍্যামেরার পেছনে। আগামী ছবির শুটিং করছিলেন শ্রাবন্তী। শুটের ফাঁকেই তুলেছেন এই ভিডিও। বাঙালি কনের সাজে নিজেকে নতুন করে প্রকাশ করতে চেয়ে ছিলেন অভিনেত্রী সেই কারনেই হয়তো এই ভিডিওটি তৈরি করেছেন তিনি। আর তা দেখে চমকে চমকে গিয়েছে তার ভক্তরা।

এমন চমক অবশ‍্য আগেও দিয়েছেন অভিনেত্রী। তবে তখন তাঁর পাশে বর বেশে দেখা গিয়েছিল অভিনেতা ওম সাহানিকে। ডিজাইনার ধুতি পাঞ্জাবি, মাথায় টোপর, গলায় মালা পরে ‘স্ত্রী’ শ্রাবন্তীর কাঁধে হাত দিয়ে ক‍্যামেরার জন‍্য পোজ দিয়েছিলেন তিনি। নতুন ছবিতে স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন ওম শ্রাবন্তী। তারই লুক টেস্টের একটি ভিডিও প্রকাশ‍্যে আনলেন শ্রাবন্তী।

এই প্রথম জুটি বাঁধছেন ওম শ্রাবন্তী। ছবিটি নিয়ে উত্তেজিত রয়েছেন দুজনেই। বিশেষ তেমন কিছু না জানালেও অভিনেত্রী বলেন, ছবির শেষে একটা বড়সড় চমক রয়েছে। জানা গিয়েছে, ছবিতে শ্রাবন্তীর চরিত্রের নাম অনন‍্যা ও ওমের চরিত্রের নাম আকাশ এবং তিনি পেশায় একজন চিকিৎসক। তাঁরা স্বামী স্ত্রী। কিন্তু শাশুড়ির সঙ্গে একেবারেই বনিবনা নেই বরং সম্পর্ক খুবই খারাপ। শেষে ভয় দেখিয়ে শ্বশুরবাড়ি থেকে তাকে তাড়ানোর চেষ্টাও করা হয়। এই ঘটনা থেকেই শুরু আরো এক রহস‍্যের।