মধ্যরাতে বর্ধমান স্টেশন চত্বরে দুষ্কৃতী তাণ্ডব। স্টেশন চত্বরের দোকান, ট্যাক্সি স্ট্যান্ড, পার্কিং এলাকায় ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। মারধরের পাশাপাশি, একাধিক দোকান, গাড়ি ও বাইক ভাঙচুর করে দুষ্কৃতীরা। এই ঘটনায় ৩ জন আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানিয়েছে, রবিবার রাত ১২টা নাগাদ লাঠি, বাঁশ, ধারাল অস্ত্র নিয়ে বেশ কয়েকজন চড়াও হয়। স্টেশন চত্বরে দোকান, ট্যাক্সি স্ট্যান্ড, পার্কিং এলাকায় ভাঙচুর চালায়। মারধরের পাশাপাশি, একাধিক দোকান, গাড়ি ও বাইক ভাঙচুর করে দুষ্কৃতীরা। ৩ জন আহত হয়েছেন।
স্টেশন চত্বরে দোকান আছে শেখ আলাউদ্দিনের। তিনি বলেন, একদল দুষ্কৃতী স্টেশন চত্বরে ঢুকে তাণ্ডব করছিল। দোকানগুলো ভেঙে ফেলছিল। বাধা দিতে গিয়ে তিন জন জখম হন। আলাউদ্দিনের দাবি, ওই দুষ্কৃতীরা বিধায়ক খোকন দাস ও প্রাক্তন আইএনটিটি ইউসির সভাপতি শেখ ইফতিকার আহমেদের নামে অশ্রাব্য গালিগালাজ করছিল। তাদর সকলের হাতে রড, তলোয়ার ছিল। সেই তলোয়ার দিয়ে লোকজনকে ভয় দেখাচ্ছিল তারা। সকলেই আতঙ্কিত হয়ে পড়েন
বিশাল পুলিশ বাহিনী নিয়ে রাতে ঘটনাস্থলে যান বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী। র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।