দেশ ব্রেকিং নিউজ

বিদেশি বিনিয়োগের আইন ভঙ্গ: বাইজুকে ৯০০০ কোটি টাকা জরিমানার নোটিশ ইডির

বিদেশি বিনিয়োগের আইন ভঙ্গের অভিযোগে বাইজুকে ৯০০০ কোটি টাকা জরিমানার নোটিশ পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্র মারফত এমনই জানা গিয়েছে।

যদিও বাইজুর তরফে জানানো হয়েছে, এই ধরনের কোনও আইনি নোটিশ তারা এখনও পায়নি।এদিকে এক্স হ্যান্ডেলে বাইজুর তরফে জানানো হয়েছে, বাইজু কোনও আইন ভঙ্গ করেনি এবং তারা কোনও নোটিশও পায়নি।