সময়টা মোটেই ভালো যাচ্ছে না ভিনিদের। কাতার বিশ্বকাপের পর থেকেই ছন্দহারা ব্রাজিল। ২০২৬ সালের বিশ্বকাপের বাছাইয়ে আট ম্যাচ খেলে পাঁচটিতেই পয়েন্ট হারিয়েছে তারা। এর মধ্যে চারটিতেই হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়ে সেলেসাও দল। সবশেষ প্যারাগুয়ের বিপক্ষেও জয়ের মুখ দেখেনি ভিনিসিয়ুস জুনিয়র বাহিনী। এমন হারের পর এবার ক্ষমা চাইলেন ভিনি, শোনালেন ঘুরে দাঁড়ানোর আশার বাণী।
বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলে পয়েন্ট তালিকায় ব্রাজিলের অবস্থান পাঁচে। দলের এমন ধারাবাহিক বাজে পারফর্মের কারণে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে ম্যাচ শেষে ভিনিসিয়ুস বলেন, “আমরা সমর্থকদের কাছে ক্ষমা চাইছি, যারা সবসময় আমাদের পাশে থাকেন। কঠিন সময় কাটছে, আমরা কেবল উন্নতি করতে চাই।”
তবে দ্রুতই ঘুরে দাঁড়াবে দল, এমন বিশ্বাস আছে ভিনির। তিনি বলেন, “এখন আমরা কী অবস্থায় আছি, তা বুঝতে পারছি। এই পরিস্থিতি থেকে আমরা ব্রাজিলকে যেকোনো মূল্যে বের করব। এখন আমাদের বাড়ি ফিরতে হবে এবং ভাবতে হবে, ভালো খেলার জন্য কী করতে হবে।”